ভারত দুই দেশের মধ্যে সুসম্পর্ক রাখতে চায়, ঢাকায় বার্তা নয়াদিল্লির

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার কোন কারণ ঘটেনি, ঢাকায় গিয়ে স্পষ্টবার্তা ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রির। ভারত, দুই দেশের মধ্যে সুসম্পর্ক রাখতে চায়। সংখ্যালঘুদের ওপর নির্যাতনের ঘটনা দুঃখজনক। তবে তার জন্য বাংলাদেশের সঙ্গে সম্পর্ক খারাপ করার কোনও কারণ নেই, ঢাকায় দুই দেশের বৈঠক শেষে জানিয়ে দিলেন ভারতের বিদেশ সচিব বিক্রম মিশ্রি।

দু’দেশের দ্বিপাক্ষিক সম্পর্কে টানাপড়েনের আবহেই সোমবার সকালে দিল্লি থেকে ঢাকার উদ্দেশে উড়ে গিয়েছিলেন ভারতের বিদেশ সচিব সহ অন্য প্রতিনিধিরা। সকাল ১০টা নাগাদ, ঢাকার রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় প্রবেশ করে ভারতের কনভয়। পর্যায়ক্রমে দুই দেশের পররাষ্ট্র সচিব এবং প্রতিনিধিদের বৈঠক হয়।

প্রসঙ্গত, গত ৫ই অগাস্ট শেখ হাসিনার সরকার পতনের পর এটিই প্রথম বাংলাদেশ ও ভারতের মধ্যে উচ্চপর্যায়ের বৈঠক। বৈঠকে ভারতের পররাষ্ট্রসচিব হিসেবে এটিই বিক্রম মিশ্রির প্রথম বাংলাদেশ সফরও ছিল। বাংলাদেশের পররাষ্ট্র সচিব মহম্মদ জসীমউদ্দিনের সঙ্গে বৈঠকে হয়। সচিব পর্যায়ের বৈঠকে অংশগ্রহণ শেষে মধ্যাহ্নভোজ সারেন তাঁরা। এরপর প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূসের সঙ্গেও সৌজন্য সাক্ষাৎ হয়েছে বলে জানা গেল।

সব শেষে সাংবাদিকদের বিক্রমবাবু জানিয়েছেন, খোলামেলা আলোচনা হয়েছে। আর্থিক – রাজনৈতিক – বানিজ্যিক, সব দিক দিয়েই বাংলাদেশের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখবে ভারত সরকার। সম্প্রতি যে সব দুঃখজনক ঘটনা ঘটেছে, তা যাতে আর না হয়, সেই ব্যাপারে আলোচনা হয়েছে। তবে এই নিয়ে দুই দেশের মধ্যে সুসম্পর্ক নষ্ট করার কারণ নেই। অতিতে যেমন সম্পর্ক ছিল, আগামীতেও বাংলাদেশের সঙ্গে প্রগতিশিল সম্পর্কই বজায় থাকবে। জানিয়েছেন বিক্রম মিশ্রি।

About The Author