৬৭তেই ৭ উইকেট হারাল দক্ষিণ আফ্রিকা

৩২৭ রানের টার্গেট পূরণ করতে নেমে প্রবল চাপে পড়ে গিয়েছে দক্ষিণ আফ্রিকা। মাত্র ৬৭ রানেই ৭টি পড়ে গিয়েছে তাদের। এই মুহূর্তে তাদের জেতার সম্ভাবনা ১ শতাংশেরও কম।

দক্ষিণ আফ্রিকার যখন ২২ রান, তখনই দ্বিতীয় ইউকেট পড়ল। এরপর ৩৫-এ তৃতীয়। ৪০ হতেই আরও দুটি। ৬৭ রানে ৭-৭টি উইকেট পড়ল দক্ষিণ আফ্রিকার। উইকেট কাড়লেন জাদেজা, শামি এবং সিরাজ।

রবিবার দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৫ ইউকেট হারিয়ে ৩২৬ রান করল ভারতীয় ক্রিকেট দল। শতরান বিরাটের। কলকাতায় ম্যাচ ঘিরে টান টান উত্তেজনা।

About The Author