আরব আমিরশাহিকে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান, মহালয়ায় ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

এশিয়া কাপ ২০২৫-এ নাটকীয় পরিস্থিতির পর অবশেষে সুপার ফোরে জায়গা করে নিল পাকিস্তান। সংযুক্ত আরব আমিরাতকে ৪১ রানে হারিয়ে তারা নিশ্চিত করল মহালয়ার দিন ভারত-পাকিস্তান মহারণের মঞ্চ।

এই ম্যাচ ঘিরে উত্তেজনার পারদ ছিল তুঙ্গে। ম্যাচ রেফারি অ্যান্ডি পাইক্রফ্টকে অপসারণের দাবি জানায় পাকিস্তান বোর্ড, এমনকি এক ঘণ্টা দেরিতে মাঠে পৌঁছয় পাকিস্তান দল।

পাকিস্তানের ইনিংসে শাহিন আফ্রিদি মাত্র ১৪ বলে অপরাজিত ২৯ রান করে দলকে ১৪৭ রানের টার্গেটে পৌঁছে দেন। UAE-এর পেসার জুনায়েদ সিদ্দিকি নেন ৪ উইকেট, ভারতীয় বংশোদ্ভূত স্পিনার সিমরনজিৎ সিং নেন ৩ উইকেট।

রান তাড়ায় শুরুটা ভালো হলেও শেষ দিকে ব্যাটিং ভেঙে পড়ে UAE-এর। অভিজ্ঞতার অভাব স্পষ্ট ছিল। ফলে পাকিস্তান জয় ছিনিয়ে নেয় এবং সুপার ফোরে ভারতের সঙ্গে ফের মুখোমুখি হওয়ার সুযোগ পায়।

  • “মহালয়ায় মহারণ! 🇮🇳 vs 🇵🇰 UAE-কে হারিয়ে সুপার ফোরে পাকিস্তান, এবার ফের মুখোমুখি দুই চিরপ্রতিদ্বন্দ্বী

About The Author