ভারত – ৩৯৮/৪ ; নিউজিল্যান্ড – ৩২৭
সেমিফাইনালে নিউজিল্যান্ডকে ৭০ রানে হারিয়ে জয়ের ধারা অব্যাহত রাখল ভারত। কিউইদের বিরুদ্ধে প্রথমে ব্যাট করতে নেমে ৩৯৮ রান করেছিল রোহিতরা। জবাবে সব উইকেট হারিয়ে নিউজিল্যান্ড করে ৩২৭ রান।
বুধবার ওয়াংখেড়ে স্টেডিয়ামে শতক করলেন বিরাট কোহলি (১১৭) ও শ্রেয়স আইয়ার। ৭ উইকেট নিলেন মহম্মদ শামি। ওডিআই-এ ৫০ তম শতরান করে সচিনের রেকর্ড ভাঙলেন বিরাট। বিশ্বকাপ জয় করতে এখন আর এক ধাপ বাকি।
এদিকে, ভারতের জয়ে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। টুইট বার্তায় তিনি লিখেছেন, দারুন খেলেছে ভারত। অসাধারন ব্যাটিং এবং দুর্দান্ত বোলিং জয় এনে দিয়েছে। ফাইনালের জন্য শুভেচ্ছা।
Congratulations to Team India!
India puts up a superlative performance and enters the Finals in remarkable style.
Fantastic batting and good bowling sealed the match for our team.
Best wishes for the Finals!
— Narendra Modi (@narendramodi) November 15, 2023