India vs Bangladesh: বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে সেমিফাইনালে এগোল ভারত!

বাংলাদেশকে ৫০ রানে হারিয়ে কার্যত সেমিফাইনালে অপরাজিত ভারত!

টসে জিতে আগে ব্যাট করার সিদ্ধান্ত নেয় রোহিতরা। বাংলাদেশকে ১৯৭ রানের লক্ষ্য দেয় ভারত। জবাবে  ১৪৬ রান তুলেই ৮ উইকেট হারিয়ে খেলা শেষ হয় বাংলাদেশের। ৫০ রানে জয় পায় ভারত।

ভারতের হয়ে সর্বোচ্চ তিন উইকেট করেন কুলদ্বীপ যাদব। বুমরাহ এবং আর্শদ্বীপ সিং দুটি, হার্দিক পান্ডিয়া এক উইকেট নেন।

বড় লক্ষ্য তাড়া করতে নেমে ভালো  তামিম এবং লিটন শুরুটা ভালো করেও দুজনের ব্যাট থেকে আসে মাত্র ৩৫ রান। লিটন ১০ বলে ১৩ রান করে ক্যাচ আউট হন।

About The Author