অবৈধ নাগরিকদের শেকল পড়িয়ে দেশে ফেরাল আমেরিকা, সংসদে ‘ধুন্ধুমার’

আমেরিকায় অবৈধভাবে বসবাসের দায়ে ১০৪ জন ভারতীয়কে হাতে-পায়ে শেকল বেধে ভারতে পাঠাল ট্রাম্প সরকার। গতকাল বুধবার একটি সামরিক বিমানে করে ভারতীয়দের পাঞ্জাবে পৌঁছে দিয়েছে মার্কিন প্রশাসন। আর সেই ঘটনাকে ‘অমানবিক’ ও ‘অপমানজনক’ বলে সংসদে সুর চড়িয়েছে কংগ্রেস ও বিরোধীরা।

গতকাল থেকেই সামাজিক মাধ্যমে একটি ভিডিও ভাইরাল হয়েছে। সেখানে বলা হচ্ছে, ভারত থেকে ওই ১০৪ জন নাগরিক মার্কিন মুলুকে অবৈধ ভাবে ঢুকেছিল। তাই তাঁদের পায়ে শিকল ও হাতে হাতকড়ি পরিয়ে ফেরানো হল। গতকালই সেনা বিমানে সেদেশে বসবসকারী অবৈধ ভারতীয় অভিবাসীরা ফিরেছে এদেশে।

সেই ঘটনাকে কেন্দ্র করেই সংসদে বিরোধী দলনেতা রাহুল গান্ধীর নেতৃত্বে বিক্ষোভ দেখায় কংগ্রেস। তাদের অভিযোগ, ‘এই ঘটনা সম্পূর্ণভাবে অমানবিক। তাদের হাতে হাতকড়ি, পায়ে শিকল পরানো ছিল। যা সমস্ত ভারতীয়দের জন্য অপমানজনক একটি ঘটনা।

এরপরেই বিরোধীদের সকল অভিযোগের ভিত্তিতে সংসদে মুখ খোলেন বিদেশমন্ত্রী। এদিন রাজ্যসভায় দাঁড়িয়ে কেন্দ্রীয় মন্ত্রী এস জয়শঙ্কর বলেন, ‘এই ঘটনা নতুন কিছু নয়। প্রত্যেক বছরই আমেরিকা থেকে প্রত্যার্পণের ঘটনা ঘটে থাকে। তারা সেদেশে অবৈধ ভাবে থাকলেও, আমাদের দায়িত্ব সেই সকল নাগরিকদের আবার ফেরত নেওয়া।’

পাশাপাশি, বিরোধীদের ‘অমানবিক’ ছবির অভিযোগ নিয়ে মুখ খুলেছেন তিনি। অভিবাসীদের হাতকড়ি পরিয়ে বিমানে তোলার বিষয়ে ট্রাম্পের প্রশাসনের দিকেই দায় ঠেলে দিয়েছেন বিদেশমন্ত্রী। তাঁর কথায়, ‘হাতকড়ি পরিয়ে, পায়ে শিকল বেঁধে বিমানে তোলার বিষয়টি সম্পূর্ণভাবেই আমেরিকার নিজস্ব নীতি।’

About The Author