ভারতকে ‘বন্ধু’ আখ্যা দিলেও বাণিজ্য বাধা, রাশিয়ার সামরিক ও জ্বালানি নির্ভরতার অভিযোগ তুলে ২৫% শুল্ক ও অতিরিক্ত জরিমানার ঘোষণা করলেন ট্রাম্প। শুল্ক কার্যকর হবে ১ আগস্ট থেকে।
নয়াদিল্লি: মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফের ভারতবিরোধী বাণিজ্য অবস্থান গ্রহণ করলেন। Truth Social-এ দেওয়া এক পোস্টে তিনি জানান, ভারত আমেরিকার ‘বন্ধু’ হলেও বহু বছর ধরে প্রকৃত অর্থে বাণিজ্যিক সম্পর্কের অগ্রগতি হয়নি। তার অভিযোগ, ভারতের আমদানি শুল্ক পৃথিবীর মধ্যে সর্বোচ্চ স্তরে, এবং দেশটি অত্যন্ত কঠোর ‘নন-মনিটারি ট্রেড ব্যারিয়ার’ তৈরি করে রেখেছে যা বাণিজ্যকেই বাধাগ্রস্ত করে।
পোস্টে ট্রাম্প আরও লিখেছেন, ভারত বরাবরই রাশিয়ার কাছ থেকে সামরিক সরঞ্জাম কিনে এসেছে, এবং বর্তমানে তারা রাশিয়ার সর্ববৃহৎ জ্বালানি ক্রেতা—চীনের সঙ্গে মিলিয়ে। ইউক্রেন যুদ্ধ বন্ধের আহ্বান থাকা সত্ত্বেও এই চর্চা ‘ভালো বিষয় নয়’ বলেই উল্লেখ করেছেন তিনি।
এই সমস্ত কারণ দেখিয়ে ট্রাম্প ঘোষণা করেছেন, ভারতকে ২৫ শতাংশ শুল্ক দিতে হবে, সঙ্গে থাকবে অতিরিক্ত জরিমানাও। নতুন এই শুল্ক ও জরিমানার কার্যকারিতা শুরু হবে আগামী ১ আগস্ট থেকে।
চাপ বাড়ানো এই পদক্ষেপ ঘিরে আন্তর্জাতিক মহলে আলোচনার ঝড় উঠেছে, বিশেষত ভারত–যুক্তরাষ্ট্র দ্বিপাক্ষিক বাণিজ্য সম্পর্কের পরিপ্রেক্ষিতে।