নয়াদিল্লি: আমেরিকার প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সাম্প্রতিক মন্তব্যে ভারতের অর্থনীতিকে ‘মৃত’ বলে কটাক্ষ করা হয়। সেই মন্তব্যের পাল্টা জবাবে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী ভারতের দ্রুত অর্থনৈতিক উত্থানের কথা তুলে ধরেন। তবে সবচেয়ে তীক্ষ্ণ প্রতিক্রিয়া আসে প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিংহের কাছ থেকে। তিনি নাম না করেই বলেন, “কেউ কেউ নিজেকে সকলের ‘বস্’ ভাবেন। তাঁরা ভারতের উত্থান মানতে পারেন না।”
রাজনাথের অভিযোগ, কিছু শক্তি চায় ভারতীয় পণ্যের দাম এতটাই বাড়ুক যাতে তা আন্তর্জাতিক বাজারে প্রতিযোগিতায় পিছিয়ে পড়ে। তাঁর মতে, এই চক্রান্তের উদ্দেশ্য—ভারতকে বিশ্বশক্তি হয়ে ওঠা থেকে আটকানো।
এই মন্তব্যের পেছনে যে ট্রাম্পই নিশানায়, তা অনেকেই বুঝে নিয়েছেন। কারণ, ট্রাম্প ভারতীয় পণ্যের উপর শুল্ক প্রথমে ২৫%, পরে ৫০% পর্যন্ত বাড়িয়েছেন। মূলত রাশিয়ার সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ককে কেন্দ্র করে এই অসন্তোষ।
মোদীও একই দিনে বেঙ্গালুরুতে বলেন, “আমরা দ্রুত তৃতীয় অর্থনীতির দেশ হিসাবে পরিচিতি পাওয়ার দিকে এগিয়ে যাচ্ছি।”
ট্রাম্পের দাবি, রাশিয়া ভারতকে তেল বিক্রি করে যে অর্থ পাচ্ছে, তা ইউক্রেন যুদ্ধের জন্য ব্যবহার করছে। সেই সূত্রে ভারত ও রাশিয়াকে এক বন্ধনীতে রেখে আক্রমণ করেন তিনি।
তবে নয়াদিল্লি স্পষ্ট করে দিয়েছে, দেশের স্বার্থে কোনও আপস হবে না। রাশিয়ার সঙ্গে ব্যবসা চালিয়ে যাওয়ার পক্ষে যুক্তি দিয়েছে ভারতীয় বিদেশ মন্ত্রক, এবং পাল্টা তুলে ধরেছে আমেরিকার নিজস্ব রাশিয়া-নির্ভরতা। এই প্রেক্ষাপটে রাজনাথের “বস্” মন্তব্য শুধু কূটনৈতিক বার্তা নয়, বরং ভারতের আত্মবিশ্বাসের প্রকাশ।