তিন লক্ষ কোটি টাকার দ্বিপাক্ষিক চুক্তি ভারত-ব্রিটেনের, শুল্ক হ্রাসে সুবিধা দুই দেশেই

ভারত ও ব্রিটেনের মধ্যে বৃহত্তম মুক্ত বাণিজ্যচুক্তিতে শুল্ক হ্রাস, চাকরির সুযোগ, প্রযুক্তি রপ্তানি ও অভিবাসন সহ একাধিক ক্ষেত্রে সুবিধা—প্রধানমন্ত্রী মোদী ও কিয়ের স্টারমারের উপস্থিতিতে স্বাক্ষরিত হল ঐতিহাসিক চুক্তি।

বৃহস্পতিবার ব্রিটেনের রাজধানীতে স্বাক্ষরিত হল ভারত-ব্রিটেন মুক্ত বাণিজ্যচুক্তি, যা উভয় দেশের জন্য অর্থনৈতিক সুবিধার নতুন দ্বার খুলে দিল। ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ের স্টারমার ঘোষণা করেন, ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উপস্থিতিতে কেন্দ্রীয় বাণিজ্যমন্ত্রী পীযূষ গয়াল এবং ব্রিটেনের বাণিজ্যমন্ত্রী জোনাথন রেনল্ড চুক্তিতে স্বাক্ষর করেন।

এই চুক্তির গুরুত্ব বহুমাত্রিক—ব্রিটেনের পক্ষে এটি ইউরোপীয় ইউনিয়ন ছাড়ার পর কোনও দেশের সঙ্গে সবচেয়ে বড় বাণিজ্যচুক্তি। এর ফলে বছরে প্রায় ৩,৪০০ কোটি ডলারের দ্বিপাক্ষিক বাণিজ্যের সম্ভাবনা তৈরি হবে।

চুক্তি অনুসারে, ভারতীয় সংস্থা ও নাগরিকদের জন্য ব্রিটিশ চিকিৎসা সরঞ্জাম, বিমান প্রযুক্তি, চকোলেট, সাজগোজের সামগ্রী, এবং গাড়ি আগের তুলনায় সস্তা হবে। বৈদ্যুতিক গাড়ির ক্ষেত্রে শুল্ক ১১০% থেকে সরাসরি ১০%-এ নেমে আসবে। হুইস্কির শুল্ক কমে ১৫০% থেকে ৭৫%-এ পৌঁছবে, যা আগামী ১০ বছরে ৪০%-এ নামানো হবে।

অপরদিকে, ভারতীয় তথ্যপ্রযুক্তি কর্মীরা কোনও অফিস ছাড়াই ব্রিটেনের ৩৫টি সেক্টরে কাজ করার সুযোগ পাবেন, যার ফলে বছরপ্রতি ৬০ হাজারেরও বেশি চাকরির সম্ভাবনা সৃষ্টি হবে। সামাজিক নিরাপত্তার বাবদ তিন বছরের জন্য ব্রিটেনের অর্থপঞ্জিতে অব্যাহতির ব্যবস্থাও থাকছে।

ব্রিটেনও কম শুল্কের সুবিধায় ভারতের বাজারে প্রবেশ করবে, ৯০ শতাংশ শুল্ক হ্রাস নিশ্চিত করা হয়েছে। ব্রিটিশ সংস্থাগুলি সংবেদনশীল নয় এমন ২০ লক্ষ টাকার বেশি মূল্যের সরকারি টেন্ডারে অংশ নিতে পারবে। ফলে বছরে ৪০ হাজার টেন্ডারে ব্রিটেন যোগ দিতে পারবে, যার অর্থমূল্য প্রায় চার লক্ষ কোটি টাকা। জামাকাপড়, জুতো, ও খাদ্যপণ্যের দাম ব্রিটেনে উল্লেখযোগ্যভাবে কমতে পারে।

এই চুক্তি শুধু অর্থনৈতিক নয়, কর্মসংস্থান ও নাগরিক সুযোগসুবিধার দিক থেকেও দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাবে বলেই মনে করছেন বিশেষজ্ঞরা।

About The Author