আমেরিকা, ব্রিটেনের পর এবার কড়া বার্তা ভারতেরও। ‘দৃঢ়ভাবে ইজরায়েলের পাশে রয়েছে ভারত’, প্রধানমন্ত্রী নেত্যানাহুর ফোন কলের উত্তরে একথা জানিয়ে দিলেন ভারতের প্রধানমন্ত্রী মোদী।
ইজরায়েলে হামাস গোষ্ঠীর আচমকা আক্রমনকে কঠিন ভাষায় নিন্দা করে জঙ্গি নাশের হুমকি দিয়েছে আমেরিকা এবং ব্রিটেন। এবার ভারতও ইজরায়েলে জঙ্গি হামলার বিরুদ্ধে কড়া মনোভাব দেখাল।
মঙ্গলবার মোদী জানালেন, ‘ইজ়রায়েলের প্রধানমন্ত্রী তাঁকে ফোন করে সেখানকার পরিস্থিতি জানিয়েছেন। তাঁদের এই কঠিন সময়ে ভারতের মানুষ দৃঢ়ভাবে ইজ়রায়েলের পাশে রয়েছে। ভারত দ্ব্যর্থহীন ভাষায় সব ধরনের জঙ্গিবাদের নিন্দা জানিয়েছে।’
প্রসঙ্গত, শনিবার সকালে হামাসে আচমকা আক্রমনের পরই শুরু হয়ে গিয়েছে দুই পক্ষের যুদ্ধ। ইতিমধ্যেই হাজার হাজার মানুষের মৃত্যু এবং ততোধিক মানুষ ঘরছাড়া হয়েছেন। ইজরায়েলে হামাসের আক্রমণের পর উত্তাপ ছড়িয়েছে বিশ্ব রাজনিতিতেও।