আফগানিস্তানে বিধ্বংসী ভূমিকম্পে ৮১২ জনের প্রাণহানি, সাহায্যের আশ্বাস ভারতের

কাবুল: আফগানিস্তানের পূর্বাঞ্চলে রবিবার রাতে ৬.০ মাত্রার ভূমিকম্পে প্রাণ হারিয়েছেন অন্তত ৮১২ জন। আহতের সংখ্যা কয়েকশো ছাড়িয়েছে। দুর্গম পার্বত্য অঞ্চলে উদ্ধারকাজে সমস্যা দেখা দিয়েছে, বহু এলাকা এখনও বিচ্ছিন্ন।

এই বিপর্যয়ের পরপরই ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর আফগান পররাষ্ট্রমন্ত্রী আমির খান মুততাকির সঙ্গে ফোনে কথা বলেন। ভারত ইতিমধ্যেই কাবুলে পাঠিয়েছে ১০০০টি পারিবারিক তাঁবু ও ১৫ টন খাদ্যসামগ্রী। আরও ওষুধ ও খাদ্যসামগ্রী পাঠানোর প্রস্তুতি চলছে।

জয়শঙ্কর এক্স-এ লেখেন, “এই কঠিন সময়ে ভারত আফগানিস্তানের পাশে আছে।” আফগান পররাষ্ট্র মন্ত্রণালয় ভারতের সহানুভূতি ও সহায়তার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেছে এবং জানিয়েছে, এই ত্রাণ যথাসময়ে দুর্গতদের মধ্যে বিতরণ করা হবে।

  • আফগানিস্তানে ভূমিকম্পে প্রাণহানি, ভারত পাঠাল তাঁবু ও খাদ্যসামগ্রী। জয়শঙ্কর-মুততাকির ফোনালাপে সহানুভূতি ও সহযোগিতার বার্তা।

About The Author