নয়াদিল্লি: মার্কিন শুল্কযুদ্ধের আবহে ভারতের পাশে দাঁড়াল রাশিয়া। জানিয়ে দিল, যদি আমেরিকা ভারতীয় পণ্য গ্রহণ না করে, তাহলে রাশিয়ার বাজার সর্বদা উন্মুক্ত। শুধু তাই নয়, চলতি বছরের শেষেই ভারত সফরে আসছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সঙ্গে বৈঠকে বসবেন তিনি।
রাশিয়ার সঙ্গে ব্যবসা করার জন্য ভারতের উপর অতিরিক্ত ২৫ শতাংশ শুল্ক চাপিয়েছে আমেরিকা, যা কার্যকর হবে ২৮ অগস্ট থেকে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিযোগ, ভারতের সঙ্গে ব্যবসার লভ্যাংশ ইউক্রেন যুদ্ধের খরচে ব্যবহার করছে মস্কো। এই সিদ্ধান্তের বিরোধিতা করেছে নয়াদিল্লি। বিদেশ মন্ত্রক জানিয়েছে, ভারতের সার্বভৌম বাণিজ্যনীতিতে হস্তক্ষেপ বরদাস্ত করা হবে না।
এই পরিস্থিতিতে রুশ দূতাবাস জানায়, ভারতীয় পণ্যের জন্য রাশিয়ার দরজা খোলা রয়েছে। তেল বিক্রি বন্ধ করার কোনও পরিকল্পনা নেই। বরং ভারত-রাশিয়া দ্বিপাক্ষিক বাণিজ্য বছরে ১০ শতাংশ হারে বাড়বে বলে আশা করছে মস্কো।
রাশিয়া থেকে তেল কেনা দেশগুলির মধ্যে প্রথম সারিতে রয়েছে ভারত ও চিন। এই অবস্থায় নয়াদিল্লির পাশাপাশি বেজিঙের উদ্দেশেও বার্তা দিয়েছে রুশ দূতাবাস। তারা জানিয়েছে, শীঘ্রই ভারত, চিন এবং রাশিয়ার মধ্যে ত্রিপাক্ষিক বৈঠক হতে পারে। আঞ্চলিক নিরাপত্তা ও পারস্পরিক সহযোগিতার লক্ষ্যে এই বৈঠক অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছে মস্কো।