দিল্লিতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের বৈঠকে ভারত–রাশিয়া সম্পর্ক নতুন উচ্চতায় পৌঁছল। যৌথ বিবৃতিতে মোদি পুতিনকে ‘আমার প্রিয় বন্ধু’ বলে উল্লেখ করেন এবং জানান, আট দশকের বন্ধুত্ব সময়ের পরীক্ষায় উত্তীর্ণ হয়ে আজও অটুট রয়েছে।
এই সফরে একাধিক গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত গৃহীত হয়েছে। রাশিয়ার সহযোগিতায় কুডানকোলামে দেশের বৃহত্তম নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট তৈরির কাজ এগোচ্ছে। পাশাপাশি জ্বালানি অংশীদারিত্বে অসামরিক পারমাণবিক সহযোগিতা ও গুরুত্বপূর্ণ খনিজ পদার্থে যৌথ উদ্যোগের ঘোষণা হয়েছে।
অন্যদিকে রুশ নাগরিকদের জন্য ভারত খুলে দিয়েছে বিনামূল্যে ৩০ দিনের ই-ভিসা উইন্ডো। মোদি জানিয়েছেন, খুব শীঘ্রই ই-ট্যুরিস্ট ও গ্রুপ ট্যুরিস্ট ভিসাও চালু হবে। এর ফলে দুই দেশের মধ্যে ভ্রমণ ও সাংস্কৃতিক বিনিময় আরও বাড়বে।
দুই নেতা ২০৩০ সালের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য ১০০ বিলিয়ন ডলারে পৌঁছনোর লক্ষ্য স্থির করেছেন। কৃষি, সার উৎপাদন, প্রতিরক্ষা ও উচ্চ প্রযুক্তি ক্ষেত্রে সহযোগিতা আরও জোরদার হবে। রাজনৈতিক বিশ্লেষকদের মতে, এই বৈঠক ভারত–রাশিয়া সম্পর্ককে নতুন মাইলফলকে পৌঁছে দিল।

