ঢাকা: ভারত থেকে ৫ হাজার মেট্রিক টন সিদ্ধ চাল আমদানি করল বাংলাদেশ। চাল নিয়ে একটি জাহাজ সমুদ্র বন্দরে পৌঁছেছে।
ভারত-বাংলাদেশ উত্তেজনার আবহে এই খবরে আলোচনা শুরু হয়েছে নতুন করে। জানা গেল, মঙ্গলবার সন্ধ্যায় ভিয়েতনাম পতাকাবাহী ‘এমভি হং টার্ন’ নামের জাহাজটি মোংলা বন্দর চ্যানেলে পৌছায়। খাদ্য অধিদপ্তরের এক আধিকারিক মুহাম্মদ আব্দুল সোবহান সরদারের কথায়, জাহাজটিতে ভারত থেকে আমদানীকৃত চাল আনা হয়েছে।
খাদ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, জিটুজি চুক্তির আওতায় ভারত, মায়ানমার ও পাকিস্তান থেকে মোট আট লাখ টন চাল আমদানি করা হচ্ছে। এরই মধ্যে মোংলা বন্দর দিয়ে ২৫ হাজার মেট্রিক টন চাল আমদানি সম্পন্ন হয়েছে।

