এশিয়া কাপের সুপার ফোরে বাংলাদেশের বিরুদ্ধে ১৬৮ রানে থেমে গেল ভারতের ইনিংস। দুরন্ত ওপেনিং জুটির পরও মিডল অর্ডারের ব্যর্থতায় প্রত্যাশার চেয়ে কম রানেই থামতে হল সূর্যকুমারদের। অভিষেক শর্মা ৩৭ বলে ৭৫ রানের ঝোড়ো ইনিংস খেললেও তাঁর রান আউটের পর থেকেই ছন্দ হারায় ভারতীয় ব্যাটিং।
বাংলাদেশের রিশাদ হোসেন দুর্দান্ত বোলিং ও ফিল্ডিংয়ে ম্যাচের মোড় ঘুরিয়ে দেন। শুভমন, শিবম, সূর্যকুমার—পরপর উইকেট তুলে নিয়ে ভারতকে চাপে ফেলেন তিনি। শেষ দিকে হার্দিক পাণ্ডিয়া ৩৮ রান করে শেষ বলে আউট হন, অপরাজিত থাকেন অক্ষর প্যাটেল (১০)।
২০ ওভারে ১৬৮/৬—এই স্কোর নিয়ে মাঠে নামবে ভারত। বাংলাদেশের সামনে লক্ষ্য ১৬৯ রান। ম্যাচের গতি ও আবহ দেখে মনে হচ্ছে, এই রান প্রতিদ্বন্দ্বিতামূলক হলেও নিরাপদ নয়। এখন দেখার, ভারতীয় বোলাররা কীভাবে চাপ তৈরি করেন।
- এশিয়া কাপে বাংলাদেশের বিরুদ্ধে ১৬৮ রানে থামল ভারতের ইনিংস। অভিষেক ঝড় তুললেও মিডল অর্ডারের ব্যর্থতায় চাপে টিম ইন্ডিয়া।

