বাংলাদেশ ইস্যু’র জট খুলতে BCCI কর্তাদের সঙ্গে বৈঠক করবেন জয় শাহ

নয়াদিল্লি: বাংলাদেশের অনীহা ঘিরে টি-২০ বিশ্বকাপ নিয়ে জটিলতা তৈরি হয়েছে। রবিবার জয় শাহ–BCCI বৈঠকে নিরাপত্তা ও মর্যাদা রক্ষার সমাধান খোঁজা হবে। জয় শাহর সিদ্ধান্তেই নির্ভর করছে, এই অচলাবস্থা কাটবে কি না।

টি-২০ বিশ্বকাপের অন্যতম আয়োজক হিসেবে ভারত স্পষ্ট করেছে— টুর্নামেন্টের মর্যাদা ও নিরাপত্তা নিয়ে কোনও আপস হবে না। বাংলাদেশ ক্রিকেট বোর্ড (BCB) টানা দু’টি চিঠি দিয়ে আইসিসিকে জানিয়েছে, তারা ভারতে খেলতে অনীহা প্রকাশ করছে। প্রথমে ম্যাচ শ্রীলঙ্কায় সরানোর দাবি, পরে প্রতিটি খেলোয়াড় ও কর্মকর্তার জন্য আলাদা নিরাপত্তার শর্ত— বিষয়টি এখন জটিল ও সংবেদনশীল।

ভারতের দৃষ্টিতে, বিশ্বকাপ আয়োজন শুধু ক্রিকেট নয়, জাতীয় গৌরবের প্রশ্নও। তাই ম্যাচ অন্যত্র সরানো সম্ভব নয়। ভারতীয় ক্রিকেট বোর্ড (BCCI) ইতিমধ্যেই জানিয়েছে, আন্তর্জাতিক মান বজায় রেখে প্রতিটি দলের জন্য সর্বোচ্চ নিরাপত্তা নিশ্চিত করা হবে। রবিবার আইসিসি চেয়ারম্যান জয় শাহ BCCI কর্মকর্তাদের সঙ্গে বৈঠকে বসে নিরাপত্তা ব্যবস্থার খুঁটিনাটি আলোচনা করবেন।

বাংলাদেশকে বাদ দিলে টুর্নামেন্ট আইনি ও রাজনৈতিক জটিলতায় পড়বে। আইসিসি বোর্ডে ভোটাভুটি হলে তা ভবিষ্যতের জন্যও বিপজ্জনক নজির হয়ে দাঁড়াতে পারে। ভারতের বার্তা পরিষ্কার, বাংলাদেশকে আস্থা দিতে হবে, তবে বিশ্বকাপের মর্যাদা অক্ষুণ্ণ রাখতে হবে। জয় শাহর সিদ্ধান্তেই নির্ভর করছে, এই অচলাবস্থা কাটবে কি না।

About The Author