INDvsPAK: দেবীপক্ষের শুরুতেই ফের পাক-বধ! সুপার ফোর ম্যাচে জয় ভারতের

🇮🇳 ভারত: ১৭৪/৪ | 🇵🇰পাকিস্তান: ১৭১/৫


দুবাই আন্তর্জাতিক স্টেডিয়ামে এশিয়া কাপ ২০২৫-এর সুপার ফোরে আবারও পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। উত্তেজনায় ঠাসা এই ম্যাচে ভারত ৬ উইকেটে জয় ছিনিয়ে নেয়, ১৮.৫ ওভারে ১৭৪ রান তুলে পাকিস্তানের ১৭১ রানের লক্ষ্যকে টপকে যায়।

ক্রিকেটার নাকি জ/ঙ্গি? পাক-ওপেনার শাহিবজাদা ফারহানের ‘চরম নোংরামি’র যোগ্য জবাব দিল টিম ইন্ডিয়া।

পাকিস্তান প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৫ উইকেট হারিয়ে তোলে ১৭১ রান। সাহিবজাদা ফারহান করেন ৫৮ রান, ফাহিম আশরফ অপরাজিত থাকেন ২০ রানে। ভারতের ফিল্ডিংয়ে কিছু ভুল থাকলেও শেষ ওভারে রান আটকে রাখার চেষ্টা সফল হয়নি।

জবাবে ব্যাট করতে নেমে ভারতের দুই তরুণ ওপেনার অভিষেক শর্মা ও শুভমন গিল শুরুতেই পাকিস্তানকে চাপে ফেলে দেন। অভিষেক মাত্র ৩৯ বলে ৭৪ রানের বিধ্বংসী ইনিংস খেলেন, শুভমন করেন ২৮ বলে ৪৭। যদিও মাঝপথে সূর্যকুমার যাদব ও সঞ্জু স্যামসন দ্রুত আউট হয়ে গেলে চাপ তৈরি হয়, কিন্তু হার্দিক পান্ডিয়া ও তিলক বর্মা ঠান্ডা মাথায় খেলে দলকে জয়ের বন্দরে পৌঁছে দেন।

  • ম্যাচ চলাকালীন দু’দলের মধ্যে খুচরো কথার লড়াই দেখা যায়।
  • শুভমনের পায়ে ক্র্যাম্প ধরা, অভিষেকের ক্যাচ ফসকানো—সব মিলিয়ে ম্যাচে নাটকীয়তা ছিল তুঙ্গে।
  • পাকিস্তানের মনোবিদ নিয়োগের কৌশলও কাজে এল না, ভারতীয় ব্যাটিংয়ের সামনে তারা অসহায়।

এই জয়ে ভারত সুপার ফোরে শক্ত অবস্থান তৈরি করল এবং আবারও প্রমাণ করল, ভারত-পাকিস্তান ম্যাচে তারা মানসিক ও কৌশলগতভাবে অনেকটা এগিয়ে।

About The Author