ভারত-পাকিস্তান ক্রিকেট ‘যুদ্ধ’: শুরুতেই ব্যাট হাতে রোহিতরা

এশিয়া কাপের সুপার ফোরের তৃতীয় ম্যাচ। রবিবাসরীয় দুপুরে কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে মুখোমুখি ভারত-পাকিস্তান। প্রথমেই ব্যাট হাতে মাঠে নেমেছেন রোহিতরা।

শুরুটা ভালই হয়েছে। ওপেনিংয়ে টিম ইন্ডিয়ার হয়ে মাঠে নেমেছেন দলের অধিনায়ক রোহিত শর্মা ও শুভমন গিল। পাকিস্তানের তরফে বল হাতে শাহিন শাহ আফ্রিদি। প্রথম ওভারের শেষ বলে ছক্কা হাঁকিয়েছেন ভারত অধিনায়ক রোহিত শর্মা। প্রথম ১১ ওভারে ৬৯ রান তুলেছে ভারত। কোনও উইকেট পড়েনি।

দুই দলে আজ কারা কারা রয়েছেন? দেখে নেওয়া যাক

ভারতের একাদশে রয়েছেন, বিরাট কোহলি, রোহিত শর্মা (অধিনায়ক), হার্দিক পান্ডিয়া (সহ-অধিনায়ক), শুভমন গিল, লোকেশ রাহুল, ঈশান কিষাণ (উইকেটকিপার), রবীন্দ্র জাদেজা, শার্দূল ঠাকুর, জসপ্রীত বুমরা, কুলদীপ যাদব ও মহম্মদ সিরাজ।

পাকিস্তানের একাদশে রয়েছেন, বাবর আজম (অধিনায়ক), শাদাব খান (সহ-অধিনায়ক), ইমাম উল হক, ফখর জামান, , শাহিন শাহ আফ্রিদি,  নাসিম শাহ, সলমন আগা, ইফতিকার আহমেদ, মহম্মদ রিজওয়ান (উইকেটকিপার), ফাহিম আশরাফ ও হ্যারিস রউফ।

About The Author