ভারত-পাকিস্তান ম্যাচে পাক ক্রিকেটারকে ‘জয় শ্রীরাম’, খেপলেন মুখ্যমন্ত্রী ছেলে

ভারত-পাকিস্তান ম্যাচ চলাকালীন দফায় দফায় জয় শ্রীরাম ধ্বনি উঠতে থাকে সমর্থকদের ভিড় থেকে। এমনকি পাকিস্তানের তারকা খেলোয়াড়দের উদ্দেশ্য করেও জয় শ্রীরাম ধ্বনি দেন ভারতের সমর্থকদের একাংশ। পরপর জয় শ্রীরাম ধ্বনি পাক খেলওারদের মধ্যে কাপুনি ধরিয়ে দিয়েছিল বলে অভিমত দর্শ‌কদের।

শনিবার আমেদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে দুই চির প্রতিদ্বন্দ্বি দেশের ক্রিকেট ম্যাচকে ঘিরে সমর্থকদের প্রবল উচ্ছ্বাস স্বাভাবিক ঘটনা। তবে মোদীর গুজরাতে জয় শ্রীরাম ধ্বনিতে ছয় লাপ হল স্টেডিয়াম। আর এরপরই মিশ্র প্রতিক্রিয়া সামনে এসেছে ঘটনাকে কেন্দ্র করে।

পাকিস্তানের তারকা ক্রিকেটারকে উদ্দেশ্য করে জয় শ্রীরাম ধ্বনি দেওয়ায় ঘটনাকে অসভ্য বলে বিবেচিত করে ঘটনার বিরুদ্ধে সরব হলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী এমকে স্ট্যালিনের ছেলে তথা তামিলনাড়ুর ক্রীড়ামন্ত্রী উদয়নিধি। যে ভিডিয়োয় পাকিস্তানের তারকা ক্রিকেটার মহম্মদ রিজওয়ানকে উদ্দেশ্য করে ‘জয় শ্রীরাম’ স্লোগান দিতে শোনা গিয়েছে বলে দাবি করেছেন পাকিস্তানি নেটিজেনদের একাংশ। যদিও সেই ভিডিয়ো নিয়ে ভারতীয় ক্রিকেট বোর্ড (বিসিসিআই) বা বিশ্ব ক্রিকেটের নিয়ামক সংস্থা আইসিসির তরফে আপাতত কোনও মন্তব্য করা হয়নি।

এই ব্যাপারে উদয়নিধির বক্তব্য, আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে পাকিস্তানের খেলোয়াড়দের সঙ্গে যেরকম আচরণ করা হল, তা একেবারে মেনে নেওয়া যায় না। ঘৃণা ছড়ানোর হাতিয়ার হিসেবে খেলাধুলোকে ব্যবহার করার বিষয়টি নিন্দনীয়। চূড়ান্ত নীচে নেমে যেতে হল।

শনিবার বিশ্বকাপে আমদাবাদের নরেন্দ্র মোদী স্টেডিয়ামে মুখোমুখি হয় ভারত এবং পাকিস্তান। ভারতে ম্যাচ হওয়ায় স্বভাবতই গ্যালারিতে নীল ঢেউ ওঠে। ম্যাচ চলাকালীন দফায় দফায় জয় শ্রীরাম ধ্বনি উঠতে থাকে সমর্থকদের ভিড় থেকে।

About The Author