India on Bangladesh: বিমান দুর্ঘটনায় ২৫ শিশুসহ মৃত ৩১! আহতদের উন্নত চিকিৎসা দেবে ভারত

নয়াদিল্লি: বাংলাদেশের রাজধানী ঢাকার উত্তরায় ভয়াবহ বিমান দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন অন্তত ৩১ জন, যাদের মধ্যে ২৫ জনই শিশু। আহত হয়েছেন প্রায় ২০০ জন। এই মর্মান্তিক ঘটনায় গভীর শোক প্রকাশ করে বাংলাদেশের পাশে দাঁড়ানোর বার্তা দিয়েছে ভারত সরকার।

সোমবার দুপুরে বাংলাদেশ বিমান বাহিনীর একটি F-7 BGI যুদ্ধবিমান যান্ত্রিক ত্রুটির কারণে নিয়ন্ত্রণ হারিয়ে উত্তরার মাইলস্টোন স্কুলের উপর বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট তৌকির ইসলাম সাগর ঘটনাস্থলেই মারা যান। স্কুলের চতুর্থ ও পঞ্চম শ্রেণির বহু ছাত্রছাত্রী দুর্ঘটনার শিকার হন। অনেকেই অগ্নিদগ্ধ অবস্থায় হাসপাতালে ভর্তি।

ভারতের প্রতিক্রিয়া

দুর্ঘটনার পরপরই ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী গভীর শোক প্রকাশ করে বলেন,

“ঢাকায় ঘটে যাওয়া এই হৃদয়বিদারক ঘটনায় আমরা গভীরভাবে মর্মাহত। বাংলাদেশের এই দুঃসময়ে ভারত সর্বাত্মক সহযোগিতা করতে প্রস্তুত।”

ঢাকায় নিযুক্ত ভারতীয় হাইকমিশন বাংলাদেশের সরকারকে চিঠি দিয়ে জানতে চায়, আহতদের উন্নত চিকিৎসার জন্য কী ধরনের সহায়তা প্রয়োজন। ভারতীয় দূতাবাস জানিয়েছে, প্রয়োজন হলে চিকিৎসক ও নার্সের দল পাঠানো হবে, এবং চিকিৎসা সরঞ্জামও সরবরাহ করা হবে।

ভারত সরকারের এই পদক্ষেপ শুধু কূটনৈতিক সৌজন্য নয়, বরং প্রতিবেশী দেশের প্রতি মানবিক দায়বদ্ধতার প্রতিফলন। দুর্ঘটনার ভয়াবহতা এবং শিশুদের প্রাণহানির প্রেক্ষিতে দুই দেশের মধ্যে সহযোগিতার এই বার্তা আরও গভীর অর্থ বহন করে।

বাংলাদেশের অন্তর্বর্তীকালীন সরকার দুর্ঘটনার দিন জাতীয় শোক দিবস ঘোষণা করেছে। আহতদের চিকিৎসায় সিঙ্গাপুর থেকেও বিশেষজ্ঞ চিকিৎসক দল ঢাকায় পৌঁছেছে।

ভারত-বাংলাদেশ সম্পর্ক বরাবরই নানা পর্ব অতিক্রম করেছে—কখনও সহানুভূতির, কখনও উত্তেজনার। কিন্তু এমন একটি সংকটের মুহূর্তে ভারতের প্রতিক্রিয়া দেখায়, দুই দেশ আন্তরিকভাবে পরস্পরের পাশে দাঁড়াতে প্রস্তুত। যুদ্ধবিমান দুর্ঘটনার পর শিশুদের বাঁচাতে ভারতের সহায়তা কূটনৈতিক কৌশলের বাইরে, একেবারে হৃদয় থেকে উৎসারিত।

About The Author