প্রধানমন্ত্রী মোদী ও মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জু দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার করতে বিভিন্ন খাতে চুক্তি করেন, যার মধ্যে রয়েছে ফ্রি ট্রেড অ্যাগ্রিমেন্ট, মেটেওরোলজি, ডিজিটাল রূপান্তর ও ঋণ পুনর্বিন্যাস।
মালেঃ মালদ্বীপ সফরের দ্বিতীয় দিনে শুক্রবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর সঙ্গে মালেতে প্রেসিডেন্টের দপ্তরে বৈঠক করেন। দুই নেতা ভারত-মালদ্বীপ সম্পর্কের সামগ্রিক দিক পর্যালোচনা করেন এবং দ্বিপাক্ষিক বন্ধুত্ব আরও মজবুত করার অঙ্গীকার করেন।
দুই দেশের মধ্যে উন্নয়ন সহযোগিতা, স্বাস্থ্য, অবকাঠামো, ডিজিটাল প্রযুক্তি, জলজ চাষ, জলবায়ু পরিবর্তন এবং নবায়নযোগ্য শক্তির মতো খাতে সহযোগিতা জোরদার করার বিষয়ে আলোচনা হয়। ভারত মহাসাগরীয় অঞ্চলের শান্তি ও সমৃদ্ধির লক্ষ্যে পারস্পরিক সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন দুই রাষ্ট্রপ্রধান।
দুই পক্ষ India-Maldives Free Trade Agreement (FTA)-এর শর্তাবলী নিয়ে সম্মত হন। পাশাপাশি একাধিক মউ স্বাক্ষরিত হয়—জলজ ও মৎস্য চাষ, আবহাওয়া বিজ্ঞান, ডিজিটাল প্রযুক্তি, ফার্মাকোপিয়া এবং ইউপিআই লেনদেন সংক্রান্ত।
ভারত সরকারের ৪৮৫০ কোটি টাকার ঋণসুবিধা এবং পূর্ববর্তী ঋণ পরিশোধের শর্ত সহজীকরণের জন্য একটি সংশোধনী চুক্তিও স্বাক্ষরিত হয়েছে। মোদীর সফরে মালদ্বীপের NPCI ও ভারতীয় সংস্থার মধ্যে UPI পরিষেবা চালু করার জন্য একটি ‘নেটওয়ার্ক-টু-নেটওয়ার্ক’ চুক্তিও হয়।
এটি মোদীর তৃতীয় মালদ্বীপ সফর এবং মোহাম্মদ মুইজ্জুর প্রেসিডেন্ট হওয়ার পর প্রথম রাষ্ট্রপ্রধান হিসেবে তাঁর সফর। সফরের সময় মালদ্বীপের ৬০তম স্বাধীনতা দিবস উদযাপনেও প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন তিনি।