শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে ভারতের বিদেশ মন্ত্রক যা জানাল

নয়াদিল্লি: ঢাকার আহ্বানে প্রতিক্রিয়া, শেখ হাসিনাকে ফেরত পাঠানো নিয়ে বিবৃতি দিল ভারতের বিদেশ মন্ত্রক

বাংলাদেশে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের রায় ঘোষণার পর প্রাক্তন প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফেরত পাঠানোর দাবি তুলেছে ঢাকা সরকার। নোবেলজয়ী মুহাম্মদ ইউনূস-সহ কয়েকজন বিশিষ্ট ব্যক্তির আহ্বানের প্রেক্ষিতে ভারত সরকারের বিদেশ মন্ত্রক এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দিয়েছে।

বিবৃতিতে বলা হয়েছে, ভারত বাংলাদেশের পরিস্থিতি নিবিড়ভাবে পর্যবেক্ষণ করছে। শেখ হাসিনাকে ফেরত পাঠানোর প্রসঙ্গে বিদেশ মন্ত্রক জানিয়েছে, বিষয়টি অত্যন্ত সংবেদনশীল এবং আন্তর্জাতিক আইন ও দ্বিপাক্ষিক সম্পর্কের পরিপ্রেক্ষিতে বিবেচনা করা হবে। মন্ত্রকের বক্তব্যে স্পষ্ট, ঢাকা সরকারের অনুরোধকে গুরুত্ব দেওয়া হলেও ভারতের অবস্থান হবে আইনসম্মত ও কূটনৈতিক প্রটোকল অনুযায়ী।

বাংলাদেশে হাসিনার বিরুদ্ধে ঘোষিত মৃত্যুদণ্ডের রায়কে কেন্দ্র করে রাজনৈতিক অঙ্গনে তীব্র আলোড়ন সৃষ্টি হয়েছে। ঢাকার পক্ষ থেকে তাঁকে ফেরত পাঠানোর দাবি আসার পর ভারতীয় বিদেশ মন্ত্রকের এই বিবৃতি দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে।

Randhir Jaiswal on X: “Our statement regarding the recent verdict in Bangladesh⬇️ 🔗 https://t.co/jAgre4dNMn https://t.co/xSnshW6AzZ” / X

About The Author