দ্বিপাক্ষিক বিনিয়োগ বাড়াতে চুক্তি সই ভারত-ইজরায়েলের; কৃষি, প্রযুক্তিসহ একাধিক ক্ষেত্রে মিলবে সুবিধা

নয়াদিল্লি: ভারত ও ইজরায়েলের মধ্যে দ্বিপাক্ষিক বিনিয়োগ চুক্তিতে সই করে দুই দেশের অর্থনৈতিক সম্পর্ককে আরও মজবুত করার পথে এগোল দুই দেশ। সোমবার নয়াদিল্লিতে ভারতের অর্থমন্ত্রী নির্মলা সীতারামণ এবং ইজরায়েলের অর্থমন্ত্রী বেজালেল স্মোট্রিচ এই ঐতিহাসিক চুক্তিতে স্বাক্ষর করেন।

এই বিনিয়োগ চুক্তির (BIA) ফলে দুই দেশের বিনিয়োগকারীরা আরও নিশ্চিন্তে বিনিয়োগ করতে পারবেন। কোনও সমস্যা দেখা দিলে মধ্যস্থতার মাধ্যমে সমাধানের পথও খোলা থাকবে। ইজরায়েল হল OECD-র প্রথম সদস্য দেশ যার সঙ্গে ভারত এই ধরনের চুক্তি করল।

চুক্তির ফলে প্রযুক্তি, জ্বালানি, কৃষি, জল এবং স্মার্ট সিটির মতো ক্ষেত্রে বিনিয়োগ বাড়বে বলে আশা প্রকাশ করেছেন নির্মলা সীতারামণ। বিশেষজ্ঞদের মতে, এই পদক্ষেপ বিদেশি বিনিয়োগকারীদের আস্থা বাড়াবে এবং মুক্ত বাণিজ্য চুক্তির পথও প্রশস্ত করবে।

  • ভারত ও ইজরায়েলের মধ্যে ঐতিহাসিক বিনিয়োগ চুক্তি! নির্মলা সীতারামণ ও বেজালেল স্মোট্রিচের সইয়ে প্রযুক্তি, কৃষি ও স্মার্ট সিটিতে বিনিয়োগের নতুন সম্ভাবনা।

About The Author