ঢাকায় ভারতের বিদেশমন্ত্রীর সঙ্গে বৈঠকে পাকিস্তানের স্পিকার

ঢাকা: বাংলাদেশের প্রাক্তন প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়াকে শেষ শ্রদ্ধা জানাতে ঢাকায় গিয়েছেন ভারতের বিদেশমন্ত্রী এস. জয়শঙ্কর। সেখানেই সাক্ষাৎ হয়েছে পাকিস্তানের জাতীয় পরিষদের স্পিকার সরদার আয়াজ সাদিকের। বুধবার দুপুরে খালেদা জিয়ার গুলশান বাসভবনে দুই দেশের প্রতিনিধির বৈঠক হয়েছে বলে খবর।

প্রসঙ্গত, মে মাসে ভারত-পাকিস্তান যুদ্ধের পর এই প্রথম দুই দেশের শীর্ষ প্রতিনিধিদের মুখোমুখি বৈঠক হল। সমাজ মাধ্যমে প্রকাশিত ছবিতে, তাঁদের হাসিমুখে করমর্দন করতেও দেখা যায়। অবশ্য তার আগে খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা নিবেদন করেন দু’জন। সঙ্গে উপস্থিত ছিলেন ঢাকায় নিযুক্ত বিভিন্ন দেশের কূটনীতিকরাও।

অপারেশন সিঁদুরের পর দুই দেশের মধ্যে চাপা উত্তেজনা রয়েছে। নেপথ্যে কাশ্মীরের পেহেলগাঁওয়ে জঙ্গি হামলা। এর জন্য পাকিস্তানকে দায়ী করেছিল ভারত। তারপরই দুই দেশের মধ্যে সম্পর্কের চরম অবনতি।  সেই প্রেক্ষাপটে এই বৈঠককে বিশেষ তাৎপর্যপূর্ণ বলে মনে করা হচ্ছে। খালেদা জিয়ার প্রয়াণে শোক প্রকাশের পাশাপাশি ভারত-পাকিস্তান সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা হতে পারে কি না, তা নিয়েও জল্পনা চলছে।

About The Author