কলম্বোঃ প্রেমাদাসা স্টেডিয়ামে মেয়েদের এক দিনের বিশ্বকাপ লিগে ফের পাকিস্তানকে হারিয়ে দিল ভারত। ম্যাচে জয়ধ্বনি তুলল ‘উইমেন ইন ব্লু’।
রবিবারের ম্যাচে ভারত প্রথমে ব্যাট করে তোলে ২৪৭ রান। জবাবে পাকিস্তান ৪৩ ওভারে গুটিয়ে যায় মাত্র ১৫৯ রানে। ম্যাচের সেরা—ভারতের ক্রান্তি গৌড়, যিনি ৩ উইকেট তুলে নিয়ে পাকিস্তানের ব্যাটিং ভেঙে দেন।
এই ম্যাচে রাজনৈতিক উত্তাপও ছিল। পুরস্কার বিতরণী অনুষ্ঠানে ভারতীয় দল উপস্থিত থাকলেও করমর্দন এড়িয়ে যায়। তবে পাকিস্তানের মহিলা অধিনায়ক ফাতিমা সানা সেই বিতর্কে না গিয়ে সৌজন্য রক্ষা করেন, সঞ্চালকের সঙ্গে কথা বলেন এবং পুরস্কার গ্রহণ করেন।
ভারতের অধিনায়ক হরমনপ্রীত কৌর বলেন, “জিততে পেরে খুব খুশি। পিচ কঠিন ছিল, কিন্তু আমরা উইকেট ধরে রেখে রান তুলেছি।” পাকিস্তানের অধিনায়ক ফাতিমা সানা স্বীকার করেন, “পাওয়ার প্লে-তে ও ডেথ ওভারে অনেক রান দিয়ে ফেলেছি। ব্যাটিং বিভাগকেও আরও দায়িত্ব নিতে হবে”।
এই জয়ে ভারত বিশ্বকাপ পয়েন্ট তালিকায় শীর্ষে উঠে এসেছে। পাকিস্তানের বিরুদ্ধে এটি ভারতের একটানা ১২তম জয় ODI ফরম্যাটে। পুরুষদের এশিয়া কাপের পর এবার মহিলা বিশ্বকাপেও রবিবারের মঞ্চে পাকিস্তানকে হারাল ভারত। চারটি রবিবারে টানা জয়—এ যেন বাইশ গজে ভারতের নতুন রীতি।