নয়াদিল্লি: হকি এশিয়া কাপে ফের ইতিহাস গড়ল ভারত। সুপার ফোরের শেষ ম্যাচে চিনকে ৭-০ গোলে উড়িয়ে দিয়ে ৮ বছর পর আবার এশিয়া কাপের ফাইনালে পৌঁছল ভারতীয় হকি দল।
ম্যাচের শুরু থেকেই দাপট দেখায় ভারত। মাত্র ৪ মিনিটে শিলানন্দ লাকরার গোলে এগিয়ে যায় দল। এরপর দিলপ্রীত, মনদীপ, রাজকুমার, সুখিত এবং অভিষেক—সবাই গোল করে স্কোরলাইন পৌঁছে দেন ৭-০-তে।
২০১৭ সালের পর এই প্রথম ভারত ফাইনালে উঠল। গ্রুপ পর্বে চিনের বিরুদ্ধে হাড্ডাহাড্ডি লড়াই হলেও, শনিবারের ম্যাচে একতরফা আধিপত্য দেখায় হরমনপ্রীতরা।
এবার ফাইনালে ভারতের সামনে দক্ষিণ কোরিয়া—যাদের বিরুদ্ধে সুপার ফোরে আটকে গিয়েছিল ভারত। রবিবার সেই ম্যাচের বদলা নেওয়ার সুযোগ।
চ্যাম্পিয়ন হলে নিশ্চিত হবে হকি বিশ্বকাপে খেলার টিকিট। তাই শুধু ট্রফি নয়, সামনে রয়েছে আরও বড় লক্ষ্য।