নয়াদিল্লি: ভারতে জঙ্গি হামলার জের! এবার পাকিস্তান থেকে সব ধরনের পণ্য আমদানি নিষিদ্ধ করল ভারত সরকার৷ এমনকী, পাকিস্তানি জাহাজও ভারতীয় বন্দরে প্রবেশ করতে পারবে না বলে স্পষ্ট জানানো হয়েছে। সরাসরি কিংবা ঘুরপথে, ভারতে পাকিস্তানের একটাও পণ্য ঢুকতে পারবে না৷ স্পষ্ট জানিয়ে দিল দেশের বাণিজ্য মন্ত্রালয়৷ এই নিয়ে বাংলা থেকে শুভেন্দুর বক্তব্য, ‘বানিজ্যে সার্জিকাল স্ট্রাইক না করে একেবারে রাফাল দিয়ে স্ট্রাইক করুক ভারত। পাকিস্তানের নাম মুছে দিক।’
কেন্দ্রীয় বাণিজ্য মন্ত্রকের তরফে এক বিজ্ঞপ্তিতে নিষেধাজ্ঞার কথা জানানো হয়েছে৷ সেই বিজ্ঞপ্তি অনুযায়ী, ‘পাকিস্তানে তৈরি কোনও পণ্য সরাসরি বা ঘুরপথে ভারতে আমদানি করার ক্ষেত্রে অবিলম্বে নিষিদ্ধ করা হচ্ছে। পরবর্তী নির্দেশিকা জারি করা পর্যন্ত এই নিষেধাজ্ঞা কার্যকর থাকবে৷’ বৈদেশিক বাণিজ্য নীতিতে এই নিয়ে একটি শর্ত আরোপ করা আছে৷ এমনকি, পাকিস্তান হয়ে ভারতে কোনও পার্সেল বা চিঠি যাতে না ঢোকে, সেই নির্দেশিকাও দেওয়া হয়েছে।
বিজ্ঞপ্তিতে ডিরেক্টর জেনারেল অফ ফরেন ট্রেড (ডিজিএফটি) জানান, দেশ তথা দেশবাসীর নিরাপত্তা এবং সরকারি নীতির স্বার্থে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। যদি কোনও কিছু জরুরি প্রয়োজনে পাকিস্তান থেকে আমদানি করতে হয়, তাহলে ভারত সরকারের আগাম অনুমতি নিতেই হবে।

