এশিয়া কাপ ২০২৫-এ ভারতের শুরুটা যেন ঝড়ের মতো। দুবাইয়ে UAE-কে মাত্র ২৭ বলে হারিয়ে এশিয়ার দ্রুততম জয় রেকর্ড করল টিম ইন্ডিয়া। ৫৭ রানে অলআউট হয়ে যায় UAE, আর ভারত ৪.৩ ওভারে ৬০ রান তুলে ৯ উইকেটে ম্যাচ জিতে নেয়।
এই জয়ে ভারতের হাতে থাকে ৯৩ বল, যা এশিয়ার কোনও পূর্ণ সদস্য দেশের মধ্যে সর্বাধিক। এর আগে শ্রীলঙ্কা ২০১৪ সালে নেদারল্যান্ডসকে ৯০ বল হাতে রেখে হারিয়েছিল।
ভারতের হয়ে দুরন্ত বোলিং করেন কুলদীপ যাদব—মাত্র ২.১ ওভারে ৪ উইকেট তুলে নেন। সঙ্গে ছিলেন ভরুণ চক্রবর্তী, অক্ষর প্যাটেল ও শিবম দুবে, যাঁরা UAE-র ব্যাটিংকে ছিন্নভিন্ন করে দেন।
ব্যাট হাতে ঝড় তোলেন অভিষেক শর্মা (৩০ রান, ১৬ বল) ও শুভমন গিল (২০*, ৯ বল)। মজার বিষয়, UAE-র স্পিনার সিমরনজিৎ সিং, যিনি একসময় শুভমনকে নেট প্র্যাকটিসে বল করতেন, তাঁর বলেই ম্যাচ শেষ করেন গিল।
এই জয় শুধু রেকর্ড নয়, ভারতীয় দলের আত্মবিশ্বাসেরও প্রতিফলন। সূর্যকুমার যাদবের নেতৃত্বে গৌতম গম্ভীরের পরিকল্পনা নিখুঁতভাবে কার্যকর হয়। এশিয়া কাপে ভারতের অভিযান শুরু হল দাপটের সঙ্গে।
- মাত্র ২৭ বলে জয়! UAE-কে উড়িয়ে এশিয়া কাপে রেকর্ড গড়ল ভারত 🇮🇳 কুলদীপের ঘূর্ণি, অভিষেক-শুভমনের আগুন ব্যাটিং—দুবাইয়ে ইতিহাস রচনা
- এশিয়া কাপে মাত্র ২৭ বলে লক্ষ্য পূরণ করে এশিয়ার দ্রুততম জয় রেকর্ড করল ভারত। দুবাইয়ে UAE-কে ৯ উইকেটে হারিয়ে শুরুতেই দাপট দেখাল সূর্যকুমার বাহিনী।

