বৃষ্টিতে থেমে গিয়েছিল ভারত-পাক দ্বৈরথ। অবশেষে সেই ম্যাচে পাকিস্তানকে রেকর্ড রানে হারিয়ে এশিয়া কাপের লড়াইয়ে টিকে রইল ভারত। বৃষ্টি বিঘ্নিত ম্যাচে প্রথম ব্যাট করে রোহিত শর্মারা তুললেন ২ উইকেটে ৩৫৬ রান। ভারতের পাল্টা জবাবে ৩২ ওভারে বাবরদের ইনিংস শেষ হল মাত্র ১২৮ রানে। রেকর্ড ২২৮ রানে জিতে গেল ভারত। আবার এদিনই এক দিনের ক্রিকেটে বিশ্বের প্রথম ব্যাটার হিসাবে ১৩ হাজার রান পূর্ণ করলেন কোহলি।
রবিবার শুরু থেকেই ভালো খেলা চালিয়ে জাচ্ছিল ভারত। ইনিংসের ২৪.১ ওভারের পর বৃষ্টির জন্য আর খেলা সম্ভব হয়নি। তারপর খেলা শুরু হয় সোমবার। এদিন বেলা ৩টায় খেলা শুরু হওয়ার কথা থাকলেও ফের বৃষ্টির জন্য নির্ধারিত সময়ে খেলা শুরু করা যায়নি।
সোমবার খেলা শুরু হয় বিকেল ৪টা বেজে ৪০ মিনিটে। ভিজে মাঠে সাবধানে খেলতে শুরু করেন কোহলি এবং রাহুল। অন্যদিকে ম্যাচ শুরুর আগেই জানা যায়, চোটের জন্য খেলতে পারবেন না হ্যারিস রউফ। ফলে পরিকল্পনা পরিবর্তন করতে হয় পাক অধিনায়ককে। শাহিন আফ্রিদি, শাদাব খানদের রক্ষণাত্মক বোলিংয়ের সুযোগ কাজে লাগালেন ভারতীয় ব্যাটারেরা।
দিনের চতুর্থ ওভার থেকে হাত খুলে খেলতে শুরু করেন কোহলি এবং রাহুল। তাঁদের আগ্রাসনের মুখে লাইন, লেংথ নিয়ন্ত্রণ করতে পারেননি পাকিস্তানের বোলারেরা। দুই ব্যাটারকে আউট করার মতো বলও করতে পারেননি তাঁরা। স্বভাবতই সাবলীল ভাবে খেললেন তাঁরা।
কোহলি খেললেন অপরাজিত ১২২ রানের ইনিংস। মারলেন ৯টি চার এবং ৩টি ছয়। রাহুল শেষ পর্যন্ত করলেন ১১১ রান। তাঁর ব্যাট থেকে এল ১২টি চার এবং ২টি ছয়। তৃতীয় উইকেটে তাঁদের অবিচ্ছিন্ন জুটিতে উঠল ২৩৩ রান। যা পাকিস্তানের বিরুদ্ধে এক দিনের ক্রিকেটে সর্বোচ্চ। ভারতের ৩৫৬ রানও এক দিনের ক্রিকেটে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ। সোমবার পাকিস্তানের বোলারেরা একটিও উইকেট পেলেন না।