সিডনির তৃতীয় এক দিনের ম্যাচে অস্ট্রেলিয়াকে ৯ উইকেটে হারিয়ে সিরিজে মানরক্ষা করল শুভমন গিলের ভারত। অধিনায়ক হিসাবে এটি ছিল শুভমনের প্রথম জয়, আর তাঁর পাশে ছিলেন দুই অভিজ্ঞ সেনানী—রোহিত শর্মা ও বিরাট কোহলি।
অস্ট্রেলিয়ার ২৩৬ রানের জবাবে ভারত ৩৮.৩ ওভারে মাত্র ১ উইকেট হারিয়ে ২৩৭ রান তুলে নেয়।
রোহিত শর্মা করেন ১২১ রান (১২৫ বলে) এবং কোহলি অপরাজিত থাকেন ৭৪ রানে (৮১ বলে)। তাঁদের ১৬৮ রানের অবিচ্ছিন্ন জুটি ম্যাচের মোড় ঘুরিয়ে দেয়।
প্রথম দু’ম্যাচে ব্যর্থ ছিলেন কোহলি, কিন্তু সিডনিতে চাপ কাটিয়ে সাবলীল ব্যাটিং করেন। রোহিতও খেলেন ঝুঁকিহীন ইনিংস, বোঝান বয়স নয়, অভিজ্ঞতাই বড়।
অস্ট্রেলিয়ার বোলিং আক্রমণ—স্টার্ক, হেজলউড, এলিস—সবাইকে কার্যত নির্বিষ করে দেন রো-কো জুটি। ভারতের হয়ে হর্ষিত রানা নেন ৪ উইকেট, ওয়াশিংটন সুন্দর ২ উইকেট।
এই জয়ে গৌতম গম্ভীরের ভবিষ্যৎ পরিকল্পনায় রোহিত-কোহলির জায়গা নিয়ে প্রশ্ন কিছুটা থিতু হল, তবে ধারাবাহিকতা চাইবেন কোচ।
২০২৭ বিশ্বকাপের আগে ভারত খেলবে আরও ২১টি এক দিনের ম্যাচ। রো-কো যদি অন্তত ১৫–১৬ ম্যাচে সফল হন, তাহলে হয়তো বিশ্বকাপের দলে জায়গা নিশ্চিত।

