অস্ট্রেলিয়াকে ৬ উইকেটে হারিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করল ভারত। রবিবার আইসিসি একদিনের ক্রিকেট বিশ্বকাপে মুখোমুখি হয়েছিল ভারত ও অস্ট্রেলিয়া। বিরাট এবং রাহুলের জুটি অঘটনের হাত থেকে বাঁচিয়ে দিল ভারতকে।
রবিবার চেন্নাইয়ের চিপক স্টেডিয়ামে টসে জিতে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন অজি অধিনায়ক প্যাট কামিন্স। ব্যাট করতে নেমে শুরুটা ভালো হয়নি ভারতের। মাত্র ২ রানে ৩ উইকেট হারিয়ে ধুঁকছিল ভারত। সেসময় ২০০ রানের লক্ষ্যমাত্রাও অনেক বড় মনে হচ্ছিল। অধিনায়ক রোহিত, ইশান কিষান, শ্রেয়স আইয়ার এদিন রানের খাতাই খুলতে পারেননি। তিনজনই কোনও রান না করে সাজঘরে ফিরে যান। সেখান থেকে দলকে টেনে তোলেন বিরাট কোহলি (১১৬ বলে ৮৫) ও লোকেশ রাহুল (১১৫ বলে অপরাজিত ৯৭)। তাঁদের ব্যাটে ভর করেই জয় ছিনিয়ে নেয় ভারত।
এদিকে, অজি বোলারদের মধ্যে জোশ হ্যাজেলউড ৩টি ও মিশেল স্টার্ক ১টি উইকেট নেন। ২.২ ওভারের মাথায় প্রথম উইকেট হারায় তারা। জসপ্রীত বুমরাহর বলে স্লিপে মিশেল মার্শের দুর্দান্ত ক্যাচ নেন বিরাট কোহলি। এরপর খেলা ধরে নেন ডেভিড ওয়ার্নার (৪১) ও স্টিভ স্মিথ (৪৬)। তাঁরা আউট হতেই নিয়মিত ব্যবধানে উইকেট হারাতে থাকে অজিরা। মার্নাশ লাবুশেন (২৭) ও মিশেল স্টার্ক (২৮) কিছুটা লড়াই করেন। শেষ পর্যন্ত ৪৯.৩ ওভারে ১৯৯ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়ার ইনিংস। রবীন্দ্র জাদেজা ৩টি, কুলদীপ যাদব ও জসপ্রীত বুমরাহ দুটি করে এবং মহম্মদ সিরাজ, হার্দিক পান্ডিয়া ও রবিচন্দ্রন অশ্বীন ১টি করে উইকেট নেন। ওয়ার্নারদের ২০০-র কমে বেঁধে রাখার কৃতিত্ব পেল ভারতীয় বোলাররা।