Free Fire Ban: ভারতে বন্ধ হল ফ্রি ফায়ার গেম সহ ৫৪টি অ্যাপ

আগেই ব্যান হয়েছিল পাবজি, এবারে ব্যান হল গারেনা ফ্রি ফায়ার মোবাইল গেম। কেন্দ্রের তরফে আরও ৫৪টি অ্যাপ ব্যান করা হয়েছে। সেই তালিকায় রয়েছে জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার। এখন থেকে গুগল প্লে স্টোর এবং অ্যাপল অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছেনা অ্যাপটি।

ক’দিন ধরেই প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছিল না ফ্রি ফায়ার গেম। এখন শোনা যাচ্ছে যে ভারত সরকার এই জনপ্রিয় মোবাইল গেম ফ্রি ফায়ার ভারতে ব্যান করে দিয়েছে। কিন্তু এখনও গারেনা ইন্টারন্যাশনাল থেকে এই বিষয়ে কিছু জানানো হয়নি। গুগল প্লে স্টোর এবং অ্যাপেল অ্যাপ স্টোর থেকেও এই বিষয়ে অফিসিয়ালি কিছু জানানো হয়নি।

অ্যাপগুলোর মাধ্যমে রিয়েল টাইম ডাটার অপব্যবহার করা হচ্ছে এবং তথ্যগুলো চিনের সার্ভারগুলোতে পাঠানো হচ্ছে বলে অভিযোগ। এর আগে গত বছরের জুনে টিকটক, উইচ্যাট এবং হ্যালোসহ ৫৯টি চীনা মোবাইল অ্যাপ নিষিদ্ধ করেছিল ভারত। ২০২০ সালের মে মাসে চীনের সঙ্গে ভারতের সীমান্ত উত্তেজনা শুরুর পর থেকে এ পর্যন্ত ৩২১টি চীনা অ্যাপের ব্যবহার বন্ধ করল কেন্দ্র।

এর আগে পাবজি মোবাইল অ্যাপ ব্যান করে ভারত সরকার। ফলে বাজার দখল করার চেষ্টা করে ফ্রি ফায়ার গেম। কিন্তু ক্রাফটন সরাসরি সরাসরি অভিযোগ জানিয়েছিল গারেনা পাবজি মোবাইলকে কপি করে ভারতে লঞ্চ করেছে তাদের গেমিং অ্যাপ। এর মধ্যেই এবার প্লে স্টোর বা অ্যাপ স্টোর থেকে ডাউনলোড করা যাচ্ছে না এই জনপ্রিয় ফ্রি ফায়ার গেম।

About The Author