ইংল্যান্ডের দেওয়া ৩০৫ রানের টার্গেট গুঁড়িয়ে দিল রোহিতেরা। নাগপুরের পর এবার কটক। ওয়ান ডে-তেও টানা দু-ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করল।
রবিবার কটকের বারাবতি স্টেডিয়ামে ক্যাপ্টেন রোহিত শর্মার সেঞ্চুরি, ভাইস ক্য়াপ্টেন শুভমন গিলের অনবদ্য ইনিংস। কিন্তু প্রথম ম্যাচের সেই অস্বস্তি থাকলই। জয়ের খুব কাছে পৌঁছে পরপর উইকেট হারানো। যা একেবারেই কাম্য নয়।
এদিন টস জিতে ব্য়াটিং নিয়েছিল ইংল্যান্ড। শুরুটা বিধ্বংসী হলেও শেষ দিকে ভারতীয় বোলাররা ম্যাচে ফেরে। ইংল্যান্ডকে শেষ অবধি ৩০৪ রানেই অলআউট করেছিল ভারত। ৩০৫ রানের টার্গেট নিঃসন্দেহে বড়। টপ অর্ডার ভালো পারফর্ম করলে টার্গেট পূরণ সবসময়ই সহজ হয়ে যায়। সেটাই করেন ক্যাপ্টেন রোহিত শর্মা ও ভাইস ক্য়াপ্টেন শুভমন গিল। ওপেনিং জুটিতেই যোগ করেন ১৩৬ রান। তাও মাত্র ১৬.৩ ওভারেই।
রোহিত শর্মা কেরিয়ারের ৩২ তম ওডিআই সেঞ্চুরি করেন মাত্র ৭৬ বলে। এরপরও দাপটের সঙ্গে ব্যাটিং চালিয়ে যাচ্ছিলেন। সুযোগ ছিল ওয়ান ডে ক্রিকেটে ১১ হাজারের ক্লাবে যোগ দেওয়ারও। অল্পের জন্য সেটা হয়নি। মাত্র ৯০ বলে ব্যক্তিগত ১১৯ রানে ফেরেন রোহিত। শুভমন গিল ৫২ বলে ৬০ রান করেন। শ্রেয়স আইয়ার গত ম্যাচে হাফসেঞ্চুরি করেছিলেন। এ দিন রান আউট হন। ৪৪ রান করেন শ্রেয়স।
অক্ষর প্যাটেল ৪৩ বলে ৪১ রানে অপরাজিত থাকেন। উল্টোদিক থেকে লোকেশ রাহুল, হার্দিক পান্ডিয়ার উইকেট হারিয়ে সাময়িক চাপে পড়েছিল ভারত। তবে অক্ষরের সঙ্গে বাকি পথটা নিয়ে যান রবীন্দ্র জাডেজা। ৪৪.৩ ওভারেই জয়ের লক্ষ্য পার ভারতের।

