বিরাট ঝড়ে উড়ে গেল বাংলাদেশ! ৭ উইকেটে হারল টাইগাররা

পরপর চারটিতেই জোয় লাভ! লক্ষীবারে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়ে দিল ভারত।

বৃহস্পতিবার বিশ্বকাপের ম্যাচে অপরাজিত শতরান করেছেন বিরাট কোহলি। ৯৭ বলে ১০৩ রান করেন কোহলি। ইনিংসে ছিল ৬টি চার ও ৪টি ছয়। কিং কোহলি ছাড়াও ভালো ব্যাটিং করেছেন অধিনায়ক রোহিত শর্মা, শুভমান গিল, কেএল রাহুলরা।

২৫৭ রানের লক্ষ্যমাত্রা নিয়ে খেলতে নেমে ভারতের শুরুটা ভালো করেন রোহিত ও গিল। দুজনের জুটিতে ওঠে ৮৮ রান। ৪৮ রান করে আউট হন হিট-ম্যান। অর্ধ শতরান করেন গিল (৫৩)। তাঁরা সাজঘরে ফিরলে দলকে টানেন বিরাট ও শ্রেয়স। ১৯ রানে শ্রেয়স ফেরেন। মাঠে নামেন কেএল রাহুল। তিনি আর কোহলি মিলে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন।

ছক্কা মেরে নিজের শতরানের পাশাপাশি দলের জয়ের জন্য প্রয়োজনীয় রানও তুলে নেন বিরাট। রাহুল অপরাজিত থাকেন ৩৪ রানে। বাংলাদেশি বোলারদের মধ্যে মেহেদি হাসান ২টি ও হাসান মাহমুদ ১টি উইকেট পেয়েছেন। বাকি বোলাররা তেমন দাঁত ফোটাতে পারেনি। এদিন পুনের মহারাষ্ট্র ক্রিকেট অ্যাসোসিয়েশনের স্টেডিয়ামে টসে প্রথমে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেন বাংলাদেশ অধিনায়ক নাজমুল হোসেন শান্ত। তাঁদের শুরুটা ভালো করেন লিটন দাস ও তানজিদ হাসান। জুটিতে ওঠে ৯৩ রান। ৪৩ বলে ৫১ রান করেন তানজিদ। কুলদীপ যাদবের শিকার তিনি। লিটন দাস করেন ৮২ বলে ৬৬।

বাংলাদেশের অধিনায়ক শান্ত (৮) রান পাননি। তবে মুশফিকুর রহিম (৩৮) ও মাহামুদউল্লাহ (৪৬)-র ভালো ব্যাটিংয়ে বড় রান তোলে বাংলাদেশ। বুমরাহর বলে দুর্দান্ত ক্যাচ নিয়ে মুশফিকুর রহিমকে ফেরান জাদেজা।শেষ পর্যন্ত ৫০ ওভারে ৮ উইকেট হারিয়ে ২৫৬ রান তোলেন মাহামুদউল্লাহরা। ভারতীয় বোলারদের মধ্যে সিরাজ, বুমরাহ, জাদেজা ২টি করে উইকেট পেয়েছেন। শার্দুল ঠাকুর ও কুলদীপ যাদব পান একটি করে উইকেট।জবাবে ব্যাট করতে নেমে ৪১.৩ ওভারে ৩ উইকেট হারিয়ে বাংলাদেশের ২৫৭ রানের লক্ষ্যমাত্রা সহজেই পেরিয়ে যায় ভারত। ৫১ বল হাতে রেখে দলকে জিতিয়ে মাঠ ছাড়েন কিং কোহলি।

About The Author