গুলি হামলার ঘটনার ২৪ ঘণ্টা পর হুইল চেয়ারে জখম পা নিয়ে বসে বিরোধীদের তোপ দাগতে শুরু করে দিলেন ইমরান খান। তাঁর উপর যে হামলা হতে চলেছে, তা নাকি তিনি আগেই জানতে পেরেছিলেন বলে দাবি করেছেন ইমরান।
ভিডিয়ো বার্তায় ইমরান জানিয়েছেন, তিনি তাঁর বিশেষ সূত্রে আগে থেকেই হামলার খবর পেয়েছিলেন। এমনকি, কত জন এই হামলার পরিকল্পনার সঙ্গে যুক্ত, তাঁদের নাম কী, তা-ও তিনি জানতে পেরেছিলেন বলে জানিয়েছেন পাকিস্তানের প্রাক প্রধানমন্ত্রী ইমরান। ওয়াজিরাবাদে গুলি হামলার ২৪ ঘণ্টা পর হুইল চেয়ারে জখম পা নিয়ে বসে একটি ভিডিয়ো বার্তায় এ কথা জানিয়ে দিলেন আহত ইমরান।
প্রসঙ্গত উল্লেখ্য, বৃহস্পতিবার রাজনৈতিক কর্মসূচী চলাকালীন ভিড়ের মধ্যেই ইমরানকে লক্ষ করে গুলি চালাতে শুরু করে এক আততায়ী। ঘটনার সঙ্গে সঙ্গেই আততায়ী যুবককে গ্রেপ্তার করা হয়। ওই যুবক বলেন, ইমরান খানের কাজ তার পছন্দ নয়, তাই তাঁকে সেশ করতে চেয়েছিল সে। এদিকে, এই ঘটনার জেরে ৯ জন আহত এবং একজনের প্রাণহানি ঘটে।

