পুজোর মুখে বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরি হচ্ছে। ষষ্ঠীর মধ্যেই সাগরে নিম্নচাপ তৈরি হতে পারে। ফলে দক্ষিণবঙ্গের কিছু এলাকায় নবমী থেকে বৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে। তবে পুজোর মধ্যে কোথাও ভারী বৃষ্টির সম্ভাবনা নেই। হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। এমনটাই জানিয়েছে আবহাওয়া দপ্তর।
— IMD Kolkata (@ImdKolkata) October 18, 2023
আলিপুর আবহাওয়া দপ্তর জানিয়েছে, মূলত দক্ষিণবঙ্গের নিচু এলাকায় উত্তর-পশ্চিম দিক থেকে বাতাস প্রবেশ করছে। এর প্রভাবে আগামী ২০ অক্টোবরে মধ্য বঙ্গোপসাগরে একটি নিম্নচাপ অঞ্চল তৈরি হতে পারে। পুজোর শেষ দিকে কয়েকটি জেলায় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। যদিও ভারী বৃষ্টির পূর্বাভাস নেই।