উত্তরবঙ্গে রেড অ্যালার্ট জারি করল আবহাওয়া দপ্তর। মুর্শিদাবাদ, বীরভূম সহ উত্তরবঙ্গের সবকটি জেলায় ভারী থেকে অতিভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। আগামী দু’দিন জেলা প্রশাসনকে সবরকম ব্যবস্থা করে রাখতে বলা হয়েছে।
আবহাওয়ার সতর্কতা পশ্চিমবঙ্গ : তারিখ ০৪.১০.২০২৩ | pic.twitter.com/IkqJn9fSYO
— IMD Kolkata (@ImdKolkata) October 4, 2023
সিকিমে মেঘভাঙা বৃষ্টির জেরে হুড়মুড়িয়ে জল নেমে আসছে তিস্তায়। লোনক হ্রদ ফেটে আচমকা হড়পা বান আসায় তিস্তায় ভেসে গেলেন সেনার ২৩ জওয়ান। জলের তোড়ে ভেসে গিয়েছে সেনার বহু গাড়ি। বেশ কয়েকটি সেনা ছাউনিও কাদায় বসে গিয়েছে। সম্পূর্ণ বিচ্ছিন্ন হয়ে পড়েছে চুংথাম। সিকিমে যাওয়ার একমাত্র রাস্তা ভেঙ্গে স্তব্ধ হয়ে পড়েছে শিলিগুড়ি-সিকিম যোগাযোগ ব্যবস্থা। এদিকে তিস্তায় প্লাবন দেখা দিয়েছে। যার ফলে জলপাইগুড়িতে বন্যার আশঙ্কা করা হচ্ছে। সকালে গজলডোবায় ভেসে আসা তিনটি দেহ উদ্ধার হয়েছে।