সরকারি জমিতে অবৈধ নির্মাণ! শ্মশানের রাস্তা দখলমুক্ত করতে বুলডোজার চালালেন BDO

রাজগঞ্জের কালিনগরে সরকারি জমিতে অবৈধ নির্মাণ ঘিরে উত্তেজনা ছড়াল। এলাকাবাসীদের অভিযোগের ভিত্তিতে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই প্রশাসন উদ্যোগী হয়ে দখলদারিত্ব সরিয়ে দেয়। বৃহস্পতিবার এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ায়।

স্থানীয়দের অভিযোগ, আগে ওই এলাকায় একটি পুরনো ব্রিজ ছিল, যার সংলগ্ন রাস্তাটি দিয়েই শ্মশানে যাওয়া যেত। নতুন ব্রিজ নির্মাণের পরে পুরনো রাস্তার ধারে একদিকে দোকানপাট, আর অন্যদিকে গড়ে উঠেছে বসতবাড়ি। দিনের পর দিন দোকানপাঠের সংখ্যা বাড়তে থাকায় শ্মশানে ঢোকার একমাত্র রাস্তা অনেকটাই সঙ্কুচিত হয়ে পড়ে। মৃতদেহ বহনকারী গাড়ি ঢোকানোও সম্ভব হচ্ছিল না।

এই বিষয়টি রাজগঞ্জের ভিডিও প্রশান্ত বর্মনের দৃষ্টিগোচর হতেই, তিনি দ্রুত BL&LRO এবং থানার পুলিশ আধিকারিকদের সঙ্গে নিয়ে অভিযান চালান। রাস্তার পাশে থাকা অবৈধ নির্মাণ বুলডোজার দিয়ে ভেঙে দেওয়া হয় এবং ব্যবসায়ীদের সতর্ক করে দেওয়া হয়, ভবিষ্যতে যেন এই ধরনের অবৈধ দখলের চেষ্টা না হয়।

স্থানীয় এক ব্যবসায়ী তপন বিশ্বাসের কাঠের দোকানের পেছনের অংশ ভাঙ্গা হয়েছে। তিনি এই ব্যাপারে বলেন, “প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে কিছু বলার নেই। তাঁরা যেটা ঠিক মনে করেছেন, সেটাই করেছেন। আগামীতে আমি আরও সতর্ক থাকব।” অন্যদিকে, দীর্ঘদিনের অভিযোগের ভিত্তিতে রাস্তা দখলমুক্ত করে এলাকাবাসীদের স্বস্তি ফিরল।

About The Author