বাংলাদেশকে ডেডলাইন বেঁধে দিল ICC, না খেললে বিকল্প দেশ অংশ নেবে

টি-টোয়েন্টি বিশ্বকাপকে ঘিরে ভারত-বাংলাদেশের দ্বন্দ্ব আরও তীব্র আকার নিয়েছে। আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (ICC) বাংলাদেশ ক্রিকেট বোর্ডকে (BCB) স্পষ্ট ডেডলাইন বেঁধে দিয়েছে। জানানো হয়েছে, ২১ জানুয়ারির মধ্যে ভারত সফরের বিষয়ে সিদ্ধান্ত জানাতে হবে। না হলে বিকল্প দেশ হিসেবে স্কটল্যান্ড অংশ নেবে বিশ্বকাপে।

ICC-এর সঙ্গে ঢাকায় বৈঠকে এই বার্তা দেওয়া হয়। বাংলাদেশ বোর্ড বারবার নিরাপত্তা উদ্বেগের কথা তুলে ভারত সফর এড়াতে চাইছে। তাদের দাবি, ম্যাচগুলি শ্রীলঙ্কায় সরিয়ে নেওয়া হোক। তবে ICC জানিয়েছে, ভারতের বিরুদ্ধে কোনও নির্দিষ্ট নিরাপত্তা হুমকি নেই। তাই ম্যাচ সরানোর প্রস্তাব খারিজ করা হয়েছে।

বাংলাদেশের সূচি অনুযায়ী, ফেব্রুয়ারি ৭ থেকে কলকাতা ও মুম্বইয়ে তাদের চারটি গ্রুপ ম্যাচ হওয়ার কথা। কিন্তু BCB এখনও রাজি হয়নি। পরিস্থিতি আরও জটিল হয়েছে যখন BCCI আইপিএল থেকে মুস্তাফিজুর রহমানকে বাদ দেয়। এর ফলে বাংলাদেশে ক্ষোভ বাড়ে এবং নিরাপত্তা নিয়ে আশঙ্কা তীব্র হয়।

About The Author