Rajganj: স্কুলে মিড ডে মিলের রান্না কেমন হচ্ছে? ঘুরে দেখলেন থানার আইসি

স্কুলে মিড ডে মিলের রান্না খতিয়ে দেখতে রাজগঞ্জের বিভিন্ন স্কুলের রান্না ঘরে পা রাখলেন রাজগঞ্জ থানার আইসি পঙ্কজ সরকার। মিড ডে মিলের রান্না কেমন হচ্ছে, রান্না সংক্রান্ত কোনও অভিযোগ রয়েছে কি না, সেসব ব্যাপারে খোঁজ নিতে দেখা গেল রাজগঞ্জ থানার আইসিকে।

বৃহস্পতিবার রঙের উৎসবের শুরুতেই স্কুল পরিদর্শনে আসেন রাজগঞ্জ থানার আইসি। রং মুখেই স্কুলে স্বাগত জানাতে দেখা গেল শিক্ষকদের। এদিন, রাজগঞ্জ মহেন্দ্রনাথ হাইস্কুল, ফাটাপুকুর সারাদামণি স্কুল ও রাজগঞ্জ বন্দর গার্লস স্কুল পরিদর্শন করেন রাজগঞ্জ থানার আইসি। তিনি বলেন, জলপাইগুড়ি জেলার সুপারের নির্দেশেই স্কুলে স্কুলে গিয়ে মিড ডে মিলের রান্না কেমন হচ্ছে তা খতিয়ে দেখা হচ্ছে। স্কুলগুলিতে রান্নার ব্যাপারে কোনও অভাব অভিযোগ আছে কি না, সেই ব্যাপারে খোঁজ নেওয়া হচ্ছে। আইসি আরও জানান, এভাবে নিয়মিত খোঁজ নেওয়া হবে।

জঙ্গলে আগুন রুখতে ব্যবস্থা এই শুখা মরসুমে জঙ্গলে আগুন লাগলেই তা ছড়িয়ে পড়ার ভয় থাকে। ক’দিন আগেই বৈকুন্ঠপুর জঙ্গলে আগুন লেগেছিল। এদিকে আবার জঙ্গল লাগোয়া শহর শিলিগুড়িতেও সন্ধ্যা হলেই ধোঁয়ায় ঢাকছে শহর। এই অবস্থায় কোনওভাবেই যাতে কেউ গ্যাস লাইটার ও দেশলাই নিয়ে জঙ্গলের ভেতরে প্রবেশ না করে তা নিশ্চিত করতে আইনানুগ ব্যবস্থার হুঁশিয়ারি জানিয়ে মাইকিং করা হল বনদপ্তরের তরফে।

বেলাকোবা রেঞ্জ অফিসার সঞ্জয় দত্তের নেতৃত্বে বৃহস্পতিবার জঙ্গল লাগোয়া এলাকায় সতর্কতা প্রচারে মাইকিং করা হয়। কেউ যদি গ্যাস লাইটার, দেশলাই ও অস্ত্র নিয়ে জঙ্গলে প্রবেশ করে তবে তার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হতে পারে বলে সাবধান করা হচ্ছে। ক’দিন আগেই বেলাকোবা রেঞ্জের বৈকুন্ঠপুর জঙ্গলের বিভিন্ন জায়গায় আগুন লেগেছিল। এরপরই নড়েচড়ে বসেছে বনদপ্তর।

About The Author