মুখ্যমন্ত্রী হলে ৬ মাসে রাজ্যকে বদলে দেব: মিঠুন চক্রবর্তী

মুখ্যমন্ত্রী হলে ৬ মাসের মধ্যে রাজ্যটাকে বদলে দেব। বিধাননগরে ABVP-র একটি অনুষ্ঠানে যোগ দিয়ে সাংবাদিকদের বললেন বিজেপি নেতা মিঠুন চক্রবর্তী। তাঁর বক্তব্য, রাজ্যে ‘সিস্টেমে পচন ধরেছে। আর তা মেরামতের একমাত্র উপায় গণআন্দোলন। রাজ্যের ভবিষ্যৎ সুরক্ষিত করতে হলে পরিবর্তন দরকার। আর যদি রাজনৈতিক দল বলতে বলেন, তাহলে আমি বলব বিজেপি’। সাংবাদিক সম্মেলনে প্রশ্ন উঠেছিল, একদিনের জন্য মুখ্যমন্ত্রী হলে কি করবেন? সেই উত্তরে মিঠুন একথা বলেন।

তিনি বলেন, ‘নিজের রাজ্যকে এই অবস্থায় দেখলে খুব হতাশ লাগে। মনে হয় কিছুই করতে পারছি না।  রাজ্যের গোটা সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে গেছে। তাই দু-চারটে কোন নেতা ধরা পড়ল তাতে কিছু যায় আসে না। যখনই সিস্টেম দুর্নীতিগ্রস্ত হয়ে গিয়েছে তখনই হয়েছে গণআন্দোলন। গণআন্দোলন যেদিন হবে সেদিনই জানবেন এরাজ্যের কিছু হবে। সেজন্য সাবইকে এক হতে হবে। সেজন্য এই পার্টি করি বলে ওকে ছোঁব না, এসব করলে হবে না। কেউ বলেনি আপনি নিজের পরিচয় ভুলে আমার সাথে হাত মেলান।’