বাইকের সঙ্গে সংঘর্ষের পরেই চলন্ত বাসে আগুন! অন্তত ২৫ জনের মৃত্যু

বাইকের সঙ্গে সংঘর্ষের পরেই চলন্ত বাসে আগুন! অন্তত ২৫ জনের মৃত্যুর খবর। ফের চলন্ত বাসে ঝলসে মৃত্যু হল। এবারের ঘটনা অন্ধ্রপ্রদেশের কর্ণুল জেলার চিন্নাটেকুর গ্রামের কাছে।

শুক্রবার ভোররাতে ঘটে গেল এক মর্মান্তিক দুর্ঘটনা। হায়দরাবাদ থেকে বেঙ্গালুরুর উদ্দেশে রওনা হওয়া একটি বেসরকারি ভলভো বাস জাতীয় সড়ক ৪৪-এ একটি বাইকের সঙ্গে ধাক্কা খেয়ে ভয়াবহ অগ্নিকাণ্ডের কবলে পড়ে।

বাসটিতে প্রায় ৪০ জন যাত্রী ছিলেন। পুলিশ সূত্রে জানা গেছে, বাইকটি বাসের নিচে আটকে গিয়ে ঘর্ষণে আগুন লাগে। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পড়ে গোটা বাসে।

প্রাথমিকভাবে ১১ জনের মৃত্যুর খবর মিললেও পরে সংখ্যাটি বেড়ে ২৫-এ পৌঁছেছে। বহু যাত্রী ঘুমন্ত অবস্থায় ছিলেন, ফলে অনেকেই বেরোতে পারেননি। যারা জানালার কাচ ভেঙে বেরোতে পেরেছেন, তারাই প্রাণে বেঁচেছেন।

দমকল ও স্থানীয় বাসিন্দারা উদ্ধারকাজে হাত লাগান। ১৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে, যাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।

ঘটনার পর বাসচালক পলাতক, তদন্ত শুরু করেছে পুলিশ ও ফরেনসিক দল। অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডু ও রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু শোকপ্রকাশ করেছেন এবং ক্ষতিগ্রস্ত পরিবারগুলিকে সাহায্যের আশ্বাস দিয়েছেন।

About The Author