জলপাইগুড়ি: এক হাতে স্ত্রীর কলিজা, আর এক হাতে ব্যাগে দেহাংশ, আর এভাবেই রাস্তায় ঘুরে বেড়াল স্বামী! দৃশ্য দেখে আতঙ্কে দরজা বন্ধ করে দিলেন গ্রামবাসীরা, কেউ আবার মোবাইলে ভিডিও তুলে রাখলেন। ভয়ঙ্কর কাণ্ড জলপাইগুড়ির ময়নাগুড়ি ব্লকের ব্যাঙকান্দি গ্রামে।
শুক্রবার সকালে ময়নাগুড়ির এমন ঘটনা শুনে শিউরে উঠেছে গোটা এলাকা। জানা গেল, ৫২ বছরের রমেশ রায় নিজের স্ত্রী দিপালী রায় (৪২)কে খুন করে দেহের অংশ—বিশেষ করে কলিজা—একটি থলিতে ভরে নিয়ে প্রকাশ্যে ঘুরে বেড়াতে শুরু করে। স্থানীয়দের চোখের সামনে সেই দেহাংশ তুলে ধরতে থাকেন তিনি, আর মুহূর্তেই ছড়িয়ে পড়ে আতঙ্ক।
স্থানীয়রা রমেশকে থলিতে দেহাংশ নিয়ে ঘুরতে দেখে সন্দেহ প্রকাশ করেন। কয়েকজন তার বাড়িতে গিয়ে বিছানায় রক্তের ছাপ দেখতে পান। তৎক্ষণাৎ খবর দেওয়া হয় গ্রাম পঞ্চায়েত প্রধান ও ময়নাগুড়ি থানায়। পুলিশ এসে বাড়ি থেকে দিপালী রায়ের দেহ উদ্ধার করে।
স্থানীয়দের দাবি, রমেশ রায় দীর্ঘদিন ধরেই মানসিক ভারসাম্যহীন ছিলেন। তবে এতটা ভয়ঙ্কর কাণ্ড ঘটাবে, তা কেউ কল্পনাও করেননি। ঘটনার পর কয়েক ঘণ্টা উধাও হয়ে যাওয়ার পর অবশেষে পুলিশ অভিযুক্ত স্বামী রমেশ রায়কে গ্রেফতার করেছে। আজ তাকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে, এবং আগামীকাল জলপাইগুড়ি জেলা আদালতে তোলা হবে। তদন্তে রিমান্ডের আবেদন জানাবে পুলিশ।

