রাজগঞ্জ: ১২ দিন থেকে কোনও খোঁজ নেই তাঁর। বাড়ির পাশে সরস্বতী পুজোর এক অনুষ্ঠানের আসর থেকে ছেলেকে বাড়ি ফেরাতে গিয়ে এখনও ঘরে ফেরেনি স্বামী। এদিকে, তিনিই পরিবারের একমাত্র উপার্জনকারী ব্যক্তি। রহস্যজনকভাবে স্বামীর নিখোঁজ হয়ে যাওয়ার ঘটনায় বাড়িতে কার্যত দিশেহারা অবস্থা স্ত্রী এবং ছেলের। রাজগঞ্জের বিন্নাগুড়ি গ্রাম পঞ্চায়েতের কৃষ্ণনগর কলোনির ঘটনা।
নিখোঁজ ব্যক্তির নাম রাজকুমার রায় (৩৫)। রাজকুমার রায় শিলিগুড়ি শহরে একটি সাইকেল গ্যারাজে কাজ করেন। তাঁর স্ত্রী জ্যোস্না রায় (২৬) জানান, গত ৬ ফেব্রুয়ারি সরস্বতী পুজোর এক অনুষ্ঠানে ছেলেকে ফিরিয়ে আনতে গিয়ে নিখোঁজ হয়ে যান রাজকুমার। ১২ দিন ধরে নিখোঁজ থাকায় চিন্তায় রাতের ঘুম উবে গিয়েছে সকলের। পাশাপাশি পরিবারের একমাত্র উপার্জনশীল ব্যক্তি নিখোঁজ হয়ে যাওয়ায় অসহায় হয়ে পড়েছে স্ত্রী-পুত্র।
পরিবার সূত্রে খবর, বাড়ির পাশে সরস্বতী পুজো উপলক্ষে একটি সাংস্কৃতিক অনুষ্ঠানে গিয়েছিল ছেলে। রাত ৯টায় ছেলেকে ফিরিয়ে আনতে বাড়ি থেকে বের হন রাজকুমার। এদিকে দীর্ঘ সময় কেটে গেলেও কেউ ঘরে না ফেরায় অনুষ্ঠানে হাজির হন রাজকুমারের স্ত্রী। তবে সেখানে ছেলের দেখা পেলেও স্বামীর খোঁজ মেলেনি। সেই ঘটনার পর থেকে কেটে গিয়েছে ১২টা দিন। বিভিন্ন স্থানে খোঁজ করেও মিলছে না সন্ধান। এই খবরে ওই বাড়িতে এসেছেন রাজকুমার রায়ের বিবাহিত মেয়ে এবং তাঁর মা।
গত ৮ ফেব্রুয়ারি তার স্ত্রী আমবাড়ি পুলিশ ফাঁড়িতে নিখোঁজ ডায়েরি করেছেন। জ্যোস্নাদেবী বলেন, তার স্বামী স্বাভাবিক জীবনযাপন করতেন। স্বামীর উপার্জনেই সংসার চলত। একদিকে স্বামী নিখোঁজের চিন্তা পাশাপাশি অভাবের কারণে দিশেহারা হয়ে পড়েছেন। আমবাড়ি ফাঁড়ির পুলিশ জানিয়েছে, ওই ব্যক্তির খোঁজে তদন্ত চলছে। দুশ্চিন্তায় ঘুম উড়েছে মা-ছেলের।