কলকাতা: তৃণমূলের সাসপেন্ডেড বিধায়ক হুমায়ুন কবির ফের গুরুতর আইনি জটে। তাঁর বিরুদ্ধে ধর্মীয় উস্কানিমূলক মন্তব্য করার অভিযোগে কলকাতা হাইকোর্টে মামলা দায়ের হয়েছে। সম্প্রতি বাবরি মসজিদ ইস্যুতে তাঁর বক্তব্যকে কেন্দ্র করে রাজ্যজুড়ে উত্তেজনা ছড়ায়।
বিরোধীরা অভিযোগ করে, হুমায়ুন ইচ্ছাকৃতভাবে সংবেদনশীল ইস্যু উসকে দিয়ে রাজনৈতিক লাভের চেষ্টা করছেন। এই প্রেক্ষিতে হাইকোর্টে মামলা ওঠে। আদালত জানিয়েছে, ধর্মীয় সম্প্রীতি নষ্ট করার মতো মন্তব্য গুরুতর অপরাধের শামিল। মামলার শুনানিতে নজর এখন রাজ্যজুড়ে।
রাজনৈতিক মহলে চাপানউতর শুরু হয়েছে, বিরোধীরা বলছে, তৃণমূলের এক বিধায়ক আইন ভেঙে চলেছেন, আর তৃণমূল শিবির দাবি করছে, হুমায়ুনের বক্তব্যকে অতিরঞ্জিত করে দেখানো হচ্ছে। আইন বিশেষজ্ঞদের মতে, যদি আদালত অভিযোগ প্রমাণিত করে, তবে হুমায়ুনের বিরুদ্ধে কঠোর শাস্তি হতে পারে। অন্যদিকে তাঁর সমর্থকরা বলছেন, রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার হচ্ছেন তিনি। ফলে মামলার ভবিষ্যৎ এখন আদালতের রায়ের উপর নির্ভর করছে।

