‘মুসলিম জোট গড়তে’ এবার ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা হুমায়ুনের

মুর্শিদাবাদ: গীতাপাঠের পর এবার ১ লক্ষ কণ্ঠে কোরান পাঠের ঘোষণা করে দিলেন বিধায়ক হুমায়ুন কবীর।

মুর্শিদাবাদের সাসপেন্ড হওয়া তৃণমূল বিধায়ক এবার ঘোষণা করলেন, আগামী ফেব্রুয়ারিতে তিনি আয়োজন করবেন এক লক্ষ কণ্ঠে সমবেত কোরান পাঠ।

তাঁর দাবি, মুর্শিদাবাদের একটি বড় মাঠে প্যান্ডেল তৈরি করে এক লক্ষ হাফেজকে দিয়ে সারাদিনব্যাপী কোরান পাঠ করানো হবে।

হুমায়ুন কবীর আরও বলেন, বিজেপি রামমন্দিরের অ্যাজেন্ডা নিয়ে ক্ষমতায় এসেছে এবং বাংলায় গীতাপাঠের আয়োজন করছে।

তাঁর বক্তব্য, সনাতন ধর্মাবলম্বীরা গীতা পাঠ করতেই পারেন, তিনি তা সম্মান করেন। তবে মুসলিম সমাজকে আরও বেশি করে সংগঠিত করতে এবং রাজনৈতিকভাবে শক্তিশালী করতে তিনি কোরান পাঠের আয়োজন করবেন বলে জানান।

তিনি আরও বলেন, কোরান পাঠে অংশ নিতে আসা মানুষদের আরাম করে খাওয়াদাওয়া করানো হবে এবং পুরো অনুষ্ঠানটি হবে শান্তিপূর্ণ ও বৃহৎ পরিসরে।

অন্যদিকে বিজেপির রাজ্য সভাপতি শমীক ভট্টাচার্য এই ঘোষণাকে তীব্র সমালোচনা করে বলেন, বাংলার বর্তমান পরিস্থিতি প্রমাণ করছে রাজ্য সরকার মৌলবাদকে প্রশ্রয় দিচ্ছে।

তাঁর অভিযোগ, রাজ্যে বাবরি মসজিদ পুনর্নির্মাণের হুঙ্কার এবং ধর্মীয় মেরুকরণ বাড়ানোর চেষ্টা চলছে। এই ঘোষণার পর রাজনৈতিক মহলে নতুন করে উত্তেজনা তৈরি হয়েছে।

About The Author