একি কাণ্ড! হুমায়ুনের বডিগার্ড ভুয়ো, ক্কারিরাও সৌদির নয়, চক্রান্তের অভিযোগ খোদ হুমায়ুনের

কলকাতা: তৃণমূল থেকে সাসপেন্ড হওয়া ভরতপুরের বিধায়ক হুমায়ুন কবির এখন আলোচনার শীর্ষে। বাবরি মসজিদ নির্মাণ কাজ শুরুর পর তাঁর ব্যক্তিগত সুরক্ষার জন্য হায়দ্রাবাদ থেকে দেহরক্ষী এসেছে বলে জানা গিয়েছিল।

কয়েকদিন আগেই তিনি দাবি করেছিলেন, হায়দরাবাদ থেকে আটজন নিরাপত্তারক্ষী এনেছেন নিজের সুরক্ষার জন্য। কিন্তু পরে জানা যায়, ওই রক্ষীরা আদতে কলকাতারই বাসিন্দা। আনন্দবাজার পত্রিকার প্রতিবেদন অনুযায়ী, বিধায়ক নিজেই স্বীকার করেছেন, তাঁকে প্রতারিত করা হয়েছে এবং তাঁর বিরুদ্ধে বৃহত্তর ষড়যন্ত্র চলছে।

এর আগে বাবরি মসজিদের শিলান্যাসে তিনি জানিয়েছিলেন, সৌদি আরব থেকে দুইজন ক্কারী আসছেন। পরে প্রকাশ্যে আসে, ওই দুইজনই বাংলার বাসিন্দা, একজন মুর্শিদাবাদ, অন্যজন পূর্ব মেদিনীপুরের। ফলে তাঁর ঘোষণার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠে গিয়েছে।

হুমায়ুনের ঘনিষ্ঠ মহল বলছে, বড় কাজ করতে গেলে অনেক বাধা আসে, তিনি ঠকছেন কিন্তু ঠেকে শিখবেন। অন্যদিকে বিরোধীরা অভিযোগ করছে, সাধারণ মানুষকে বিভ্রান্ত করতে বারবার ভুয়ো দাবি করছেন তিনি। রাজনৈতিক মহলে এখন জোর আলোচনা, এসব বিভ্রাট কি কেবল প্রতারণা, নাকি সত্যিই কোনও ষড়যন্ত্রের অংশ? হুমায়ুন নিজে জানিয়েছেন, “আমার বিরুদ্ধে এত বড় চক্রান্ত চলছে যে আমি খেই হারিয়ে ফেলছি।”

About The Author