মুর্শিদাবাদ: বাবরি মসজিদ নির্মাণে হুমায়ুন কবিরের তহবিলে তিন দিনে জমল প্রায় ৩ কোটি টাকা। অনুদানের ঢল অব্যাহত।
মুর্শিদাবাদের রেজিনগরে বাবরি মসজিদ-শৈলীর নতুন মসজিদ নির্মাণকে কেন্দ্র করে টানা তিন দিনে অনুদানের বন্যা বইয়ে দিয়েছেন সাধারণ মানুষ। তৃণমূল কংগ্রেস থেকে সাসপেন্ড হওয়া বিধায়ক হুমায়ুন কবির ৬ ডিসেম্বর ভিত্তিপ্রস্তর স্থাপনের পরই অনুদানের আহ্বান জানান। সেই আহ্বানে সাড়া দিয়ে মাত্র কয়েক দিনের মধ্যেই অনুদানের অঙ্ক প্রায় ৩ কোটি টাকায় পৌঁছে গেছে বলে তাঁর ঘনিষ্ঠ মহল জানিয়েছে।
প্রথম দুই দিনে নগদ অনুদান মিলেছে প্রায় ৭৫ লক্ষ টাকার মতো, যা ১১টি দানবাক্স খুলে গণনা করা হয়েছে। পাশাপাশি অনলাইন ও কিউআর কোডের মাধ্যমে জমা পড়েছে আরও ২.১০ থেকে ২.৪৭ কোটি টাকার বেশি। তৃতীয় দিনেও অনুদান আসা অব্যাহত থাকায় মোট অঙ্ক ৩ কোটি ছাড়িয়ে যাওয়ার সম্ভাবনা প্রবল।
স্থানীয়দের মতে, এই উদ্যোগকে ঘিরে আবেগ ও ধর্মীয় অনুভূতির জোয়ারই অনুদানের ঢল বাড়িয়ে দিয়েছে। অন্যদিকে রাজনৈতিক মহলে এই বিপুল অর্থসংগ্রহ নিয়ে তীব্র বিতর্ক তৈরি হয়েছে। তবে হুমায়ুন কবিরের দাবি, মসজিদ নির্মাণের জন্য মানুষের স্বতঃস্ফূর্ত সমর্থনই তাঁর শক্তি।

