IPL নিলাম চলাকালীন সংজ্ঞাহীন হয়ে পড়লেন সঞ্চালক

#IPLauction: আইপিএল নিলাম চলাকালীন আচমকাই সংজ্ঞাহীন হয়ে পড়লেন সঞ্চালক হিউ এডমিডেস। নিলাম চলাকালীন হঠাৎ করেই মাটিতে পড়ে যান তিনি। ঘটনার আকস্মিকতায় এবং তাঁকে সেই অবস্থায় দেখে অনুষ্ঠানে উপস্থিত থাকা অনেকেই হতবাক হয়ে যান। লাঞ্চ ব্রেক ঘোষণা করা হয়। যদিও স্টুডিও থেকে জানানো হচ্ছে, তাঁর স্বাস্থ্য নিয়ে এখনও কোনও আপডেট নেই। তবে আশা করা হচ্ছে সব ঠিক থাকবে।

ঘটনার সময় শ্রীলঙ্কার স্পিনার ওয়ানিন্দু হাসরাঙ্গার নিলাম চলছিল। শুরুতে হাসারাঙ্গার জন্য ১ কোটির দর হাঁকে সানরাইজার্স হায়দরাবাদ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর দলের তরফে ১০ কোটি ৭৫ লক্ষ দাম হেঁকেছে হাসরাঙ্গার। সেই অবস্থাতেই সংজ্ঞা হারান নিলাম সঞ্চালক হিউ এডমিডেস।

এর আগে ২০১৮ সালে প্রথম বার আইপিএল-এর নিলাম করেন তিনি। চার বছর পর ফের আইপিএল-এর মেগা নিলামে অংশ নেওয়ার জন্য উৎসাহিত ছিলেন তিনিও। প্রথম বার দুই দিনের আইপিএল নিলামের সঞ্চালনা করছিলেন তিনি। শনিবার লাইভ অনুষ্ঠানে এই ঘটনার পর দুপুর আড়াইটে থেকে বিকেল সাড়ে ৩টা পর্যন্ত লাঞ্চ ব্রেকের ঘোষণা করা হয়। শেষ পাওয়া খবর অনুযায়ী, সঞ্চালকের শারীরিক অবস্থা বর্তমানে স্থিতিশীল।

 

About The Author