HS Result: জলপাইগুড়ি জেলায় সম্ভাব্য প্রথম ধূপগুড়ির অঙ্কুর (৪৯১)

মাধ্যমিকের পর এবার উচ্চমাধ্যমিকেও রাজ্যের মেধা তালিকায় নাম তুলল ধুপগুড়ি। বৈরাতীগুড়ি হাই স্কুলের ছাত্র অঙ্কুর রায় ৪৯১ নম্বর পেয়ে রাজ্যে ষষ্ঠ স্থান অধিকার করেছে।

বৈরাতীগুড়ি হাই স্কুলের বিজ্ঞান বিভাগের ছাত্র অঙ্কুর প্রমোদনগর কলোনির বাসিন্দা। বাবা রবিকান্ত রায় ধূপগুড়ি পুরসভার কর্মী। অঙ্কুরের সাফল্যে খুশি পরিবারের পাশাপাশি প্রতিবেশীরাও। তাকে সংবর্ধনা জানাতে বাড়িতে হাজির হচ্ছেন স্কুল শিক্ষক সহ পুরসভার চেয়ারপারসন ভাইস চেয়ারম্যান সহ প্রশাসনিক আধিকারিকরা।

অন্যদিকে, রাজ্যের মেধা তালিকায় দশম স্থানে উঠে এল জলপাইগুড়ি শহরের সুনীতি বালা গার্লস হাই স্কুলের ছাত্রী সুচেতনা। রায়কত পাড়ার বাসিন্দা সুচেতনার প্রাপ্ত নম্বর ৪৮৭। পরীক্ষার প্রস্তুতির জন্য ছ’জন গৃহ শিক্ষিককের কাছে অনুশীলন করেছে বলে জানাল সে।


About The Author